আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী ওয়েবকে উতসর্গ

কবি নই তোমাদের একজন, কবি নই প্রেমিক তোমাদের.....

লন্ডনের জাতীয় চিড়িয়াখানায় একটা বিরল প্রজাতির ছাগল অানা হয় সম্প্রতি। কিন্তু বিপত্তি হল ছাগলটার ব্যবহারে। চিড়িয়াখানায় অানার পর থেকেই সে ভ্যা-ভ্যা করতে শুরু করল। কিছুতেই থামেনা। বিশ্বের বিখ্যাত সব ছাগল পন্ডিত ডাকা হলো, কিন্তু কিছুতেই কিছু হয় না।

ওটা ভ্যাভ্যা করেই চলল। যখন সবাই হতাশ হয়ে হাল ছেড়ে দিল, তখনি কোথা থেকে উদয় হলো এক বাংলাদেশী ভদ্রলোক। সে বলল, অনুমতি দিলে অামি একটু দেখতে চাই ওর সমস্যা কি। সবাই তখন এতোই হতাশ যে প্রথমে কেউ তাকে পাত্তা দিল না। তবু সে বারবার অনুমতি চাইতে লাগল।

একপ্রকার বিরক্ত হয়েই চিড়িয়াখানা কতৃপক্ষ অনুমতি দিল। ভদ্রলোক এগিয়ে গিয়ে ছাগলটার কানের কাছে মুখ নিয়ে কি যেন বললেন, অমনি সবাইকে অবাক করে ছাগলটা থেমে গেল। এবার সবার অাগ্রহ ওই ভদ্রলোক কে নিয়ে, এমনিক মন্ত্র দিল যে নিমিষেই ছাগল ঠান্ডা! তখন ভদ্রলোক বললেন, অামি ওকে শুধু বলেছি, এই অামি কিন্তু নিউখাইল্লা পোলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.