আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ...
হয়তো এই বরষায়,
না হয় কাঠফাটা রোদ্দুরে,
তোমায় নিয়ে যাব
মন যায় যদ্দুরে।
হয়তো শরতের
সেই সাদা কাঁশবনে,
ভালোবাসি তোমায়,
জানাবো তা জনে জনে।
যখন ঐ হেমন্তে
পাকাধানে উঠোন ভরে,
তোমার গন্ধও নেবো আমি
আমার মন প্রাণ ভরে।
শীতের কোনো হিমেল ভোরে
থাকবো না আর ঘরে ঢুকে,
একটু উষ্ঞতার আশায় আমি
ঠাঁই নেবো তোমার বুকে।
যখন বসন্তে
গাইবে কোকিল আপন সুরে,
রাখবো তোমায় আমার কাছে,
আমার মনে বন্দী করে।
তোমায় চাইলে পেতে
যেতে হবে কদ্দুরে?
ভালোবাসি তোমায় আমি
বলছি আমার গানে সুরে।
-------২০০৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।