হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
সকালে মোবাইল অন করেই একটা ম্যাসেজ পেলাম। মাথাটা চক্কর দিয়ে উঠলো। গতকাল রাতে ইকরামের বাবা মারা গেছেন।
ইকরাম এখন ইউকে তে আছে। ২৯ রোজায় দেশে আসার কথা। অন্যান্য বন্ধূদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম, বাবার মৃত্যুর খবর ও জানে। ফোন দিলাম। অপর প্রান্ত থেকে ইকরামের কাঁপা কাঁপা কন্ঠ ভেসে আসলো।
আমার নিজের গলাও ধরে আসছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। নিজের বাবার মৃত্যুর সময় কেন জানি কাঁদতে পারিনি। আমার দুচোখ তখন মরুভুমি হয়ে গিয়েছিল। গতমাসে তুষার আর আজ ইকরামের বাবা মারা গেলেন। চোখের পানি ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে।
তোরাও আমার মত বাবা হারা হয়ে গেলি।
তুষার, ইকরাম সহ আর যাদের বাবা চির বিদায় নিয়েছেন, তাদের জন্য মাগফেরাত কামনা করছি। আল্লাহপাক তাদের জান্নাত দান করুক। আমীন।
কষ্ট স্মৃতি : ০৭ অক্টোবর ২০০৭ইং / রবিবার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।