প্রকৌশল বিদ্যা নিয়ে আমেরিকায় একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা হাজির হয়েছেন। আমেরিকার স্টলে একটি প্রদর্শনীতে লেকজন খুব গিজগিজ করছে। ঘটনা ছিল, আমেরিকা একটি সুক্ষ অপটিক্যাল ফাইবার তৈরী করেছে। এত সুক্ষ যে মানুষে চুলের মত চিকন ও সুক্ষ।
এটা দেখে জাপানি বিজ্ঞানীরা পরদিন আরও সুক্ষ একটি অপটিক্যাল ফাইবার তৈরী করে আনলো। সবাই আরও অবাক। জাপানীরা যে প্রযুক্তিতে পিছিয়ে নেই সেটা আবার প্রমান করে দিল। এবার বাংলাদেশী বিজ্ঞানীরা কি দেখাবে?
বাংলাদেশি বিজ্ঞানীরা জাপানীদের নিকট থেকে অপটিকাল ফাইবারটি একদিনের জন্য চেয়ে নিল।
পরদিন আবার সেটা নিয়ে উপস্থিত হল।
এবার সবাইকে দেখালো অপটিক্যাল ফাইবারটি। কিন্তু কোন পরিবর্তন নেই। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে জানতে চাইলো এটা তো জাপানিদের তৈরী করা সেই অপটিক্যাল ফাইবার, আপনারা কি এনেছেন?
জবাবে বাংলাদেশি বিজ্ঞানীরা জানালো ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে দেখুন।
এবার ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে দেখা গেল সেই অপটিক্যাল ফাইবারটির গায়ে 'মেইড ইন বাংলাদেশ' লেখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।