টুকিটাকি ভাবনাগুলো
গত পোস্টে আপনাদের জানিয়েছিলাম বিটিআরসির মেমোর কথা যেখানে আইএসপিদের কাছ থেকে ইন্টারনেট ইউজারদের ব্যক্তিগত তথ্যাবলী (যেমন নাম-ঠিকানা, ইন্টারনেট ব্যবহার লগ, আইডি-পাসওয়ার্ড) চেয়েছে। গতকাল বিবিসি বাংলায় পরিক্রমায় অনুষ্ঠানেএ খবরের সত্যতা স্বীকার করা হয়। আইএসপি অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদকের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে সরকার দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটাবেজ তৈরি এবং আইএসপির মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার মনিটরের উদ্যোগ নিয়েছে। এখানে শুনুন পরিক্রমার রিপোর্টটির ওই অংশটুকু।
বিটিআরসি আ্যাক্ট ২০০১ এর ২০০৬ সালের একটি সংশোধনী (৯৭ ধারা) অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহীনিকে সর্বময় ক্ষমতা দেয়া হয় আড়িপাতার জন্যে।
এই সংশোধনীটি অবশ্য বিটিআরসির মুল উদ্দেশ্য টেলিযোগাযোগের নিরাপত্তা ও গোপনীয়তার নিশ্চয়তা প্রদানের অঙীকারকে লঙ্ঘন করে (বিটিআরসি অ্যাক্ট ২০০১ প্যারা ৩০(১)(f))। কিন্তু এজন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলাদা সেল না বসিয়ে আইএসপিদের বাধ্য করা হচ্ছে এই মনিটরিংয়ে। ফরে এইসব ব্যক্তিগত তথ্য অন্য কোন তৃতীয় পক্ষের কাছে চলে গিয়ে সাধারন ব্যবহারকারীরা হয়রানীর স্বীকার হবেন কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই আড়িপাতার আইন রয়েছে কিন্তু সেটি করা হয় সন্দেহভাজন ব্যাক্তিদের ক্ষেত্রে, অনেক সময় কোর্ট অর্ডারের মাধ্যমে। কিন্তু এভাবে ঢালাও ভাবে সবার ব্যাক্তিগত আইডি পাসওয়ার্ড জানতে চাওয়ার পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কিনা সেটি ক্ষতিয়ে দেখার অবকাশ রয়েছে।
বাংলাদেশের সাধারন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনার কি মত বা এ ব্যাপারে আপনি কি অবস্থান নেবেন জানালে ভাল হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।