আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের এভারেষ্ট জয় নিয়ে কাদা ছোড়া ছুড়ি আদালতে, আর খবর বিবিসিতে !



প্রকাশিত সকালবেলার পাখি নামের একটি গ্রন্হে দাবী করা হয় " বাংলাদেশের প্রথম জয়ী মুহিত ! মুসা ইব্রাহীম প্রথম এভারেষ্ট জয়ী না, (বা মুসা এভারেষ্ট জয় করেন নি, বা মুসার দাবী মিথ্যা ) অন্য দিকে ব্লগে মুসা দাবী করেন, পর্বতারোহণের মিথ্যা সার্টিফিকেট মুসারও আছে, মুহিতেরও আছে ! ১২৫ জন লেখকের প্রবন্ধ নিয়ে প্রকাশিত সকালবেলার পাখি নামের এই গ্রন্থটিতে ভারত ও বাংলাদেশের লেখকদের লেখা সংকলিত হয়েছে যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনিসুজ্জাআমান, হায়াত মামুদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ অনেকেই। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম এই প্রকাশনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন। ( সম্ভবত বিবিসি রিপোর্ট এর আগের সোমবার, অক্টোবর ৮, ২০১২ ) গ্রন্থটির একজেন সম্পাদক রহিম শাহ বলছেন, পুরা বিষয়টি সচেতনভাবেই ছাপানো হয়েছে এবং তিনি প্রথম এভারেস্ট জয়ী হিসেবে মুসা ইব্রাহীমের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে এবং শিগগিরই তা জনসমক্ষে তুলে ধরা হবে। একই সঙ্গে আইনি লড়াইও চালিয়ে যাওয়ার কথা বলেন মি. শাহ। বিবিসির লিন্ক : Click This Link পেশায় সাংবাদিক মুসা ইব্রাহীম এসব অভিযোগকে ভিত্তীহীন এবং দু:খজনক বলে মন্তব্য করেন এবং এতে তার নিজের ও দেশের সম্মানহানির আশঙ্কা প্রকাশ করেন। আমরা দেশের স্বার্থে পুরা বিষয়টার একটা সুন্দর সমাধান চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.