আমাদের কথা খুঁজে নিন

   

"আমি কিছু বাঙ্গালির মৃত্যুদন্ডের দাবি তুলতে চাই"



অমি রহমান পিয়াল সাহেবের পোস্ট টা পড়লাম। "ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান" হঠাৎ এটা পরে মাথাটা চিলিক দিয়ে উঠল। যাদের জন্য আমাদের সোনার বাংলাদেশের স্বাধীনতার ৩৬ বছর পরও অনেক পিছিয়ে আছি, যারা আমাদের অগ্রগতির প্রতিবন্ধক হয়ে আছে, যারা আজও ধর্মের দোহাই দিয়ে সাধারন মানুষকে ধোকা দিচ্ছে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য, যারা এ দেশের জন্মের ইতিহাস বিকৃত করার অপপ্রয়াস চালাচ্ছে, যারা নামে বাঙ্গালী কিন্তু মনে প্রানে এখনও পাকিস্তানী । ওরা এখনও দেশের বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করছে। যাদের জন্য বাংলাদেশ শুধু বিশ্বমানচিত্রে একটা জায়গা পেয়েছে কিন্তু বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াঁতে পারছে না।

আমাদের মহান বীর মুক্তিযুদ্ধারা অনেক ত্যাগ স্বীকার করে দেশকে স্বাধীন করেছে ঠিকই কিন্তু স্বাধীনতার অন্তরায় থাকা আগাছা গুলো নির্মুল না করে রেখে গিয়েছেন। আজ সেই আগাছাগুলো আস্তে আস্তে ডালপালা মেলতে শুরু করে এ পর্যন্ত এসে দাড়িয়েছে। ভুল করেছেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু । তিনি ভুলে গেছিলেন যে শত্রু চিরকাল শত্রুই থাকে । সে শত্রু তখন আরও ভয়ঙ্কর রুপে দেখা দেয়।

সে যে আবার ছোবল দিতে পারে তা বোধ করি ভুলে গেছিলেন। না হলে বাঙ্গালী জাতির আজ এ দূর্দশা হত না। বড় অভাগা আমাদের দেশ। যত বড় বড় উন্নত দেশ আছে ভিতরে যত বিবেধ থাক না কেন, জাতীয় সমস্যার ক্ষেত্রে দলমত, নির্বিশেষে সাধারন মানুষ সব এক। বেশীদুর যেতে হবে না প্রতিবেশী দেশ ভারতকে দেখুন।

আর আমাদের দেশে, দেশের সংকটের সময়ও নিজের স্বার্থসিদ্ধি করতে ব্যস্ত। এখনও যদি বাঙ্গালী জাতি ঘুমিয়ে থাকে তবে সেদিন আসতে আর বেশী দেরী নাই যে, নামটাও পরিবর্তিত হতে পারে। কারন এখনও ওরা পরাজয়ের গ্লানী মাথায় নিয়ে ছোবলের "ব্যার্থ" চেষ্টা চালাচ্ছে। তাই বলছি আবারও অস্র হাতে নিতে হবে। তখন তো কিছুই ছিল না।

এখন আমাদের সবি আছে দরকার শুধু সবাই মিলে চিহ্নিত করতে হবে। তবে এখন আর ক্ষমা বা সুযোগ নয় "এবার চাই মৃত্যুদন্ড" । স্বাধীন বাংলাদেশের স্বপ্ন সফল হোক এই প্রত্যাশায় বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.