আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালির মন , বড় মন

¤ মানুষকে পোঁচাতে ভালবাসি ¤ মানুষকে নকল করার চেষ্টা করি ¤ মানুষ হাসাই :-) :-D ¤ পোঁচানা কে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চাই ¤ নিজের দেশকে একটু বেশি ভালবাসি ¤ রাজনীতিতে অগ্রহ বেশি

পড়াশুনা করে রাত ১০.২০ এর দিকে ড্রয়িং রুম এর জানালার পাশে গেলাম । থাকি দুই তালায় ,তাই স্বভাবতই নিচে চোখ গেল । দেখলাম রিক্সা থেকে এটা লোক নামল । হাতে হটপট , বুঝতে বাকি রইলনা যে লোকটা অফিস থেকে আসছে । নেমেই রিক্সাওয়ালার গেয়ে আর কপালে হাত দিল ।

খুবি অবাক হয়ে গেলাম ... কি করতিছে মানুষটা ? তারপর দেখলাম বলল , “হুম , শরীর ভালই গরম । এই নাও ৫০ টাকা ওষুধ কিনে খেও । রিকশাওয়ালা বলল , “ না স্যার লাগবে না। গরিব মানুষ এর গা সারাদিনই গরম থাকে ...” । এই মানবিকতা শুধু বাঙ্গালিরাই দেখাতে পারে ।

অন্য কোন জাতি নয় ... জিনিসটা দেখেই মনটা চাঙ্গা হয়ে গেল ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.