আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দেখা '২০১০ (বাঙ্গালির জয় গাঁথা)



কবিগুরু বলেছিলেন সাড়ে সাত কো্টি বাঙ্গালিকে বাঙালি করেছ মানুষ করনি আমরা বাঙালি বীরের জাতি কবিগুরু থাকলে আবার তাকে নতুন করে ভাবতে হত ২০১০ এ এসে আমাদের সাফল্য কিন্তু কম নয সারা ওয়ার্ল্ড এ আমরা মাথা উচুঁ করে দাড়াঁনোর মত অনেক সাফল্য আছে---------- ১)জাতির জনক বঙ্গবন্ধু র ৫ খুনির ফাঁসি কার্যকর(২৭ শে জানুয়ারী দিবাগত রাতে ১২টা ১মিনিটে কার্যকর করা হয) ২)যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিচার কার্যক্রম শুরু (২৬শে জুলাই প্রথমবার বিচারকরা এ ট্রইবু্নালে শুনানি করেন ও আদেশ দেন) ৩)এভারেস্ট জয় (মুসা ইব্রাহিম) ৪)পাটের জীবন রহস্য উন্মোচন (বাংলাদেশের একদল বিজ্ঞানী পাটের জীবন রহস্য বা জিন নকশাবা জিনো্ম সিকোযেন্স উন্মোচন করেছেন) ৫)জাহাজ রপ্তানিতে কোটি টাকা আযের স্মভাবনা(বাংলাদেশ জাহাজ রপ্তানি করে ১৪০ কো্টি টাকা বৈদেশিক মুদ্রা আয করছে) ৬) ডিজিটাল বাংলাদেশের সুচনা(৬৪ জেলার ওযেব পো্টাল বা তথ্য বাতাযন চালু) ৭)মেশিন রিডেবল পাসপো্ট ও ভিসা প্রদান চালু(১লা এপ্রিল ২০১০ থেকে এর কার্যক্রম চালু করে) ৮)টাউযার হ্যামলেটসে লুৎফর রহ্মান(প্রথম বারের মত সরাসরি ভোটে মেযর নির্বাচত হন ) ৯) হাউস অব কমস্নে রুশনারা(প্রথম বাংলাদেশী হিসাবে নির্বাচিত হন) ১০)প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে মার্কিন কংগ্রেসের হাউস অব রেপ্রেজেন্টেটিভ হাসিম ক্রার্ক কংগ্রেসম্যান নির্বাচিত হন ১১)নিউজিল্যান্ড কে বাংলাদেশের রয়েল বাংগল টাইগার রা হোযাইট ওযাশ করে ১২)এশিযান গেমসে বাংলাদেশ প্রথম সো্না জিতে ১৩)গলফে এশিযার সেরা বাংলাদেশ ১৪) উইজডনের বর্ষসেরা ক্রিকেটার তামিম ইকবাল ১৫)৭তম বিভাগ হিসাবে রংপুরের যাত্রা শুরু এত সাফল্যর পরেও কি আমরা এই দেশটা কে নিযে আশা করতে পারিনা সপ্ন রচনা করতে পারিনা এই দেশকে ঘিরে ভালবাসতে পারিনা মাযের মত করে দল মত নির্বিষে আবার এক পতাকার নিচে আসতে পারিনা পারিনা আর একটি যুদ্ধ করতে নিযে আসতে পারিনা অর্থনৈ্তিক মুক্তি গড়ে তুলতে পারিনা সুজলা সুফলা শর্ষ্য শ্যামলা সোনার বাংলাদেশ? "শুভ হউক ইংরেজী নতুন বর্ষ ২০১১"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.