কত প্রতীক্ষা গেল হলো না সূর্যোদয়
ব্রাউজিংয়ে স্পীড সবসময়ই একটি বড় সমস্যা বিশেষত আমরা যারা ডায়ালআপ কানেকশন ব্যবহার করি। এরকম স্লো স্পিডের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স ব্রাউজার হিসেবে নিসন্দেহে উত্তম। আর ফায়ারফক্সের কনফিগারেশন ঠিক করে নিলে এর পেজ রেন্ডারিং স্পীড ধারনাতীতভাবে বেড়ে যায়। যাতে করে ব্রাউজ করা যায় স্বাচ্ছন্দে। এজন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবে।
ফায়ারফক্স ওপেন করুন। এড্রেস বারে about:config লিখে এন্টার দিন। কনফিগারেশনের যে পেজটি ওপেন হবে সেখানে filter লেখা বারটিতে নিচে উল্লেখিত ".."মধ্যস্থিত কোডটি কপি পেষ্ট করে এন্টার দিয়ে ভ্যালু গুলো চেন্জ করে দিয়ে ট্যাবটি বন্ধ করুন।
কানেকশন ব্রডব্যান্ড হোক আর ডায়ালআপ হোক নিচের ভ্যালুগুলো চেন্জ করুন:
"network.http.pipelining", true
''network.http.proxy.pipelining", true
"network.http.pipelining.maxrequests", 8
"content.notify.backoffcount", 5 plugin.expose_full_path", true "ui.submenuDelay", 0
এবারে আপনি যদি ডায়ালআপ কানেকশন ব্যবহার করেন তাহলে নিচের মত করে কনফিগারেশন ঠিক করে নিন:
(পরের পোষ্ট দেখুন)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।