প্যারালাল ওয়ার্ল্ডে অন্তত এত দুঃখে নেই ভেবে কৃত্তিম প্রশান্তি নিয়েই বেচে আছি হাত নেই আর এখন হাতে পিছুটান এই মাঝবেলাতে যাচ্ছি হেরে জীবনটাতে মুখটি করে চুপ আজ স্বপ্নগুলো চিলেকোঠায় আমার ভাতের সস্তা থালায় এক গেলাসের পানি গেলায় অন্যরকম সুখ। শত আশা স্বপ্ন ঘিরে দাড়িয়ে কোন জীবন তীরে বেরিয়ে আসে বুকটা চিরে অবাক দীর্ঘশ্বাস জীবনযুদ্ধের ক্ষত বয়ে ইচ্ছেগুলো গেছে রয়ে মনটা নিতে চায় ফিরিয়ে হারানো নিঃশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।