প্যারালাল ওয়ার্ল্ডে অন্তত এত দুঃখে নেই ভেবে কৃত্তিম প্রশান্তি নিয়েই বেচে আছি তোমাদের ওই ঠাণ্ডা ঘরে এক কোণাতে স্বপ্ন ঝরে মনটা আমার গুমরে মরে এক ছুটে যাই তেপান্তরে। ওইখানে এক বাঁশের মাচা তার উপরেই আমার বাসা কোনদিন কোন স্রোতে ভাসা রাত জোনাকির ফিরে আসা। সুখ থাকে মোর পাশের বাড়ি আর থাকেনা আহাজারি রাত দুপুরে চাঁদের আড়ি ইচ্ছে করেই গোত্তা মারি। ভোরবেলাতে শীতল হাওয়া শিশিরগুলো একলা পাওয়া উল্টো স্রোতে নৌকো বাওয়া ছেলেবেলায় ফিরে যাওয়া। এইতো মোর স্বপ্ন ঝাঁপি নেইকো কোন সস্তা ফাঁকি মন থেকে সব সরিয়ে রাখি ঠাণ্ডা ঘরে একলা কাঁপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।