যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
এখানে কগনিটিভ সাইন্সের একটা রিসার্চের রেজাল্টকে ভেরিফাই করে দেখতে চাই। সবাই প্লিজ অংশগ্রহন করুন, পাঁচ মিনিটের বেশী সময় লাগবেনা।
***************************************
ধরুন সুমন নামের ৬ বছরের একটি বাচ্চা, ছবিতে (আমার গ্রাফিক্স কিরকম অসাধারন দেখতেই পাচ্ছেন ), লাল রঙের বলটা নিয়ে অনেকক্ষণ খেলাটেলা করে, তারপর বলটাকে ছবির বক্সে রেখে পানি খেতে গেল। উপরের ছবির (A) দেখুন।
তো সুমন যখন পানি খেতে গেল, তখন তার বড় ভাই রুমন এসে বলটাকে বক্স থকে তুলে বাকী তিনটার কোন একটাতে রেখে, এরপর উপরের ছবির বক্স, বাস্কেট, বাকেট আর পটকে পজিশন অদলবদল করে ছবি (B) এর মতো করে রেখে চলে গেল।
পানি-টানি খেয়ে আবার হেলতে দুলতে সুমন চলে আসল তার ডেরায়, বলটা নিয়ে আরো কিছুক্ষণ খেলবে বলে।
এখন আপনাকে ধারনা করতে হবে যে বলটাকে নেয়ার জন্য সুমনের কোন পাত্রটাতে প্রথমে খুঁজে দেখার সম্ভাবনা কতটুকু?
(এভাবেও ভাবতে পারেন; ১০০ টা শিশুকে দিয়ে উপরের ঘটনাটা প্রত্যক্ষ করলে কতজন কোন পাত্রটাতে প্রথম বলটাকে খুঁজবে)
উত্তর লিখুন এভাবে:
১. বক্স : -- %
২. বাস্কেট : -- %
৩. বাকেট : -- %
৪. পট : -- %
আশা করি সবাই অংশগ্রহন করবেন।
********************************************
এই টেস্টটা দিয়ে বোঝা যাবে যে জ্ঞান মাঝে মাঝে ঘাপলা বাঁধায় কিনা।
ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।