আমাদের প্রায় সবারই কোন না কোন কাজের জন্য অনলাইনে সার্ভে , গেষ্টবুক , কুইজ পেজ , রেজিষ্ট্রেশন ফরম ফিড ব্যাক ফরম ইত্যাদির দরকার হয় । যখনই দরকার হয় হন্য হয়ে কোথায় এগুলো ফ্রিতে ব্যবহার করতে দেয় তা খুজতে লাগে । তাও আবার নানান শর্তে দেয়া থাকে । অবধারিতভাবে থাকে বিজ্ঞাপন । আমি নিজের উদাহরনই দেই , প্রায় এক বছর আগে একটি কোর্সের জন্য জরিপ করার দরকার হয় ।
বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ । তাই ভাবলাম জরিপটাও ডিজিটালভাবেই করি । অনেক খোজাখুজি, অনেক ট্রায়াল ইউজ করার পর পেলাম সার্ভে মান্ংকি । তাতেও ঝামেলা ফ্রি ইউজর একাউন্টে সর্বোচ্চ ১০০ জন ভোট দিতে পারবে ! তখন পিএইচপি জানতাম না, না হলে গল্পটা নিশ্চিত অন্যরকম হত । তবে আপনার আর পিএইচপি শেখার দরকার নাই ।
আপনার দোস্ত Google আছে না । Google SpreadSheets সার্ভিস ব্যবহার করে , স্বাধীনভাবে অনলাইন সার্ভে , গেষ্টবুক , কুইজ পেজ , রেজিষ্ট্রেশন ফরম যা ইচ্ছা বানাতে পারবেন । সাথে নো শর্ত , নো ঝামেলা ফ্রি ! আসুন দেখে নেই কিভাবে কাজ করতে হবে Google SpreadSheets-এ ।
ধাপ ১. প্রথমে Google Spreadsheet এ যেয়ে লগইন করুন ।
ধাপ ২. তারপর নিচের মত একটি পাতা দেখতে পাবেন তার "Create New" ও তারপর "form" –এ ক্লিক করুন ।
ধাপ ৩. এবার নিচের মত একটি পাতা আসবে। এটিকে নিজ প্রয়োজনানুসারে কাষ্টমাইজ করে নিন । “Untitled form" এর স্থলে ফরমের নাম লিখুন ।
ধাপ ৪. "Question Type" মেনু থেকে কি ধরনের প্রশ্ন ও উত্তরের বক্স চাচ্ছেন তা ঠিক করে নিন । প্রতিটি প্রশ্নের জন্য আলাদা আলাদা ধরন ব্যবহার করতে পারবেন ।
ধাপ ৫. "Add Item" থেকে আরো প্রশ্নযোগ করতে পারেন ।
ধাপ ৬. "Theme" ট্যাবের ভিতর বেশ কিছু থিম পাবেন । পছন্দেরটি বেছে নিন ।
ধাপ ৭. পৃষ্টার নিচের দিকে "You can view the published form here:" এরপর যে লিংকটি দেয়া থাকবে তাই আপনার ফরমের লিংক তা কপি করে নিন । লিংকটি দেখতে বেশ বড় তাই dot.tk থেকে ছোট ডোমেন নিতে পারেন, তাছাড়া নিজের সাইট থাকলে তো আর কথাই নেই ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।