আমাদের কথা খুঁজে নিন

   

হাসেন, হাসতে ইচ্ছা না হলেও হাসেন, মন ভাল থাকবে।



কৌতুক ১। গ্র্যাজুয়েট ছেলে ভবিষ্যতে কি হবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলো তার কূটনীতিবিদ পিতা। ছেলেকে পরীক্ষা করার জন্য টেবিলে ৫০০ টাকার নোট, ধর্মগ্রন্থ আর এক বোতল মদ রেখে নিজে লুকিয়ে রইলো ঘরের কোণে। ছেলে ঘরে ঢুকলো। টেবিলের উপর দেখলো নোটটা।

নোটটা রাখলো এক পকেটে, অন্য পকেটে ধর্মগ্রন্থটা। তারপর মদের বোতলটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো। 'খোদা! বিস্মিত কূটনীতিবিদ বলে উঠলো, ও দেখি আমার পেশাই গ্রহণ করতে যাচ্ছে। ' ২। মালিক : আমার দোকানের পচা ডিমগুলো কে কিনলো? কর্মচারী : সাদিক সাহেব।

মালিক : নষ্ট ঘিটুকু? কর্মচারী : তিনিই। মালিক : কাঁকর মেশানো চাল? কর্মচারী : সেও তিনিই। মালিকের মুখ এবার কালো হয়ে যেতে দেখে কর্মচারী এর কারণ জিগ্যেশ করলো। মালিক : আজ সাদিক সাহেবের বাসায় আমার দাওয়াত। ৩।

এক ডেন্টিস্টের মেয়ে তার প্রেমিকের প্রতি : কি, আমার বাবার কাছে বিয়ের ব্যাপারে কোন কিছু বললে? প্রেমিক : জানো, তোমার বাবার চেম্বারে যখনই যাই তখনই সাহস হারিয়ে ফেলি। আজও যখন তিনি আরো একটি দাঁত তুলে ফেললেন, কিছুতেই বাধা দিতে পারলাম না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.