কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
(সর=সরে যাওয়া বা ধাবমান অর্থে) পৃথিবীতে মানুষ আসে অথবা মানুষকে পাঠানো হয় কিছু নির্দিষ্ট সময়কে তার জীবনের সাথে ঝুলিয়ে দিয়ে। অথবা বলা যায় স্রষ্টা যেন একটা কাউন্টডাউন কিংবা উল্টোগণণার অদৃশ্য ঘড়ি ঝুলিয়ে দেন প্রতিটি প্রাণের সাথে। আশ্চর্যের ব্যাপার হলো আমরা কেউই জানিনা আমাদের কার ঘড়িতে সময়ের কাঁটা কতদূর ঘুরানো রয়েছে। এই না জানাটাকে কেউ কেউ দারুন হতাশায় সিক্ত হয়ে প্রকাশ করে আবার কেউ কেউ মনে করে এখানেই জীবনের আনন্দ কিংবা বেঁচে থাকার অর্থ নিহিত। আমরা স্থির হয়ে থাকতে পারি, নিজ নিজ চিন্তায়, চলাচলে, কথায় কিংবা কাজে কিন্তু পারি না সময়ের স্রোতে এবং সে স্রোতের অনিবার্য ফলাফলে।
তাই যথাযথ কারণে অথবা বন্দীত্বের প্রহরগুলো যদি কেউ স্থিরতায়ও কাটিয়ে দেয়, তথাপি সে বৃদ্ধ হয়ে উঠে কালক্রমে, বদলে যায় পৃথিবীর রঙ-রূপ, বদলায় মানুষ ও প্রাণী-উদ্ভিদ। পৃথিবীর জ্ঞানী-গবেষক সম্প্রদায় আজকাল অনেক অসাধ্যকেই ছুঁয়ে দেখতে চলেছে, পায়নি সময় নামক এই জটিল বহমানতাকে স্পর্শ করতে, হয়ত পারবেও না কোনদিন।
কি হবে এত বিশালতার ওদিকটা খুঁজে, এইতো আমি, জীবন গাঙে সাঁতরে সাঁতরে কখন যে পেরিয়ে এলাম ৯৪,৬০,৮০,০০০ টি সেকেণ্ড, কতটুকু টের পেয়েছি? প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম এ উম্মাতের গড় আয়ু জানিয়ে গেছেন ষাট, পূর্ণতা প্রাপ্ত একজনের অর্ধেক তো চলে এলাম, শুধু জানিনা উল্টোঘড়ির কাঁটা আর কতদূর, কোথায়, কোন বাঁকে, কোন নিশিথে!
তবুও এ জীবনের জন্য দিনের হিসেবে আমরা বড়ই বিচিত্রতা ধারন করি। কারো কারো রাত-দিনের অফুরন্ত অবসর কি করে কাটাবে সে ভয়ে কম্পমান যেন তার উল্টোঘড়ির কাঁটা, কত আয়োজন, আড্ডা এবং প্রযুক্তির অভিনব সবকিছু; তবুও সময় কাটেনা বলেই শোনা যায় সংসার ভেঙ্গে টুকরো হয়, কোথাও কোথাও উল্টোঘড়ির কাঁটাও শুনি থেমে যায় অথবা স্বেচ্ছায় থামিয়ে দেয়া হয়। কি আশ্চর্য! অথচ কেউ কেউ যেন ঘড়ির কাঁটারও আগে ছুটতে চায় তবু পেছনের দীঘল পথটা জুড়ে কেবলি কাজ আর কাজ, সারি সারি জীবনের দেনা-পাওনারা, প্রিয়জনের কান্না-হাসি অথবা একান্ত আপনার কিছু দীর্ঘশ্বাসের ফোঁসফাঁস বাতাসে ঘুরে বেড়ায়।
কে সুখী? সে হিসেব হয়ত আমরা অজানা সময়ে বাঁধা জীবনে অনেকেই মেলাতে পারি না, তবুও জীবনকে ফিরে দেখাতেই যেন সম্মুখের আরেক কদমের জ্বালানী নিহিত। না, শুধুই পুরোনো ডায়রীর ভাঁজ করা পাতা থেকে স্মৃতি-গোলাপটির সুগন্ধ-সৌন্দর্যহীন মর্মর ধ্বনিতে মনের বীণায় সুর সাধাতে তা লুক্কায়িত নয়; কেননা কেবলি একটি মাত্র সরল রেখার নাম জীবনের জ্যামিতি নয়। তাই উপপাদ্য আর সম্পাদ্যে জীবনের মূখরতা টের পাচ্ছি যেন আজকাল।
১৬.০৯.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।