আমাদের কথা খুঁজে নিন

   

জীবন ও সংস্কৃতি-৩ (পলিনেশিয় তাহিতিয়ান সমাজে উল্কি)

নাম শুনেই যার প্রেমে পড়ি

উল্কির ইংরেজি শব্দ `Tattoo’ এসেছে পলিনেশিয় টোঙ্গান বা তাহিতিয়ান শব্দ `Tatau’ থেকে যার অর্থ -কোন কিছু চিহ্নিত করা। ১৭৬৯ সালে ক্যাপ্টেন জেমস কুক প্রথম ট্যাটু শব্দটির প্রচলন করেন। সে সময়কালে কুক তার সমুদ্র যাত্রার সময় তাহিতিয়ান জাতির সাক্ষাত পান যারা তাদের দেহ উল্কিতে সাজিয়েছিলেন। পলিনেশিয় তাহিতিয়ান সমাজে বিভিন্ন উল্কির মাধ্যমে তাদের স্বাতন্ত্র‌্য ও ব্যক্তিত্বকে ফুঁটিয়ে তোলার রেওয়াজ ছিল। মা'ই ÔMa’i (ইংরেজরা যাকে বলে Omai) প্রথম তাহিতিয়ান হিসেবে ইউরোপ সফরকারী হিসেবে বিখ্যাত হলেও তার দেহে অঙ্কিত উল্কির জন্যও তিনি কম বিখ্যাত ছিলেন না।

বর্তমানে ইকেলট্রিক মেশিন ও টিটানিয়াম ডাই অক্সাইড, আয়রন অক্সাইড, কার্বন, ‌এক্রিডাইন, কুইনোলিন ইত্যাদি রং হিসেবে ব্যবহার করা হলেও পলিনেশিয় তাহিতিয়ান সমাজে উল্কি আঁকার প্রথাগত যন্ত্রটি সাধারণত হাড় বা কচ্ছপের খোলসের তৈরি সূঁচ দিয়ে, আর রং বানানো হয় ক্যান্ডলনাট পোড়ানো ছাই পানি বা তেলে মিশিয়ে। রংয়ে চুবানো সূঁচ ত্বকের উপর রেখে কাঠের তৈরি হ্যান্ডেল দ্বারা সামান্য আঘাত করলে সূঁচটি ত্বকে বিঁধে ভেতরে রং ঢুকিয়ে দেয়া হতো। পলিনেশিয় মিথ অনুসারে সৃষ্টিকর্তা তা'আরুয়া-র দুই ছেলে মানুষকে উল্কি আঁকার শিক্ষা দিয়েছেন। এটা ছিল একটি পবিত্র শিল্পকর্ম। তাহিতিয়ান সমাজে সাধারণত তাহুয়া বা পুরোহিতেরাই এ শিল্পকর্মটি করতেন যারা উল্কির বিভিন্ন ডিজাইনের গূঢ়ার্থ, কারিগরিদিক ও অন্যান্য ধর্মীয় আচাররাদি সম্বন্ধে ভালো জ্ঞান রাখতেন।

গোত্রগত বা বংশগত পরিচয়, সামাজিক অবস্থান ও ব্যক্তিগত অর্জন ইত্যাদি দিক বিবেচনায় উল্কির ডিজাইন ও শরীরের কোথায় তা আঁকা হবে তা নির্ধারণ করা হতো। উল্কি আঁকার আগে যার শরীরে তা আঁকা হবে তাকে একটা নির্দিষ্ট শুদ্ধি সময় পার করতে হয়। এসময় ঐ ব্যক্তিকে যৌনকাজ থেকে বিরত থাকতে হয়। ১৭৯৭ সালে মিশনারীদের আগমনের পর থেকে এই উল্কি আকার রীতি বন্ধ হতে থাকে, কেননা ওল্ড টেস্টামেন্টে উল্কি আঁকা নিষিদ্ধ করা আছে। মিশনারীদের নোট, স্কেচ থেকে পুরনো উল্কির প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায় যে, সেসময় প্রচলিত উল্কির ডিজাইনে সাধারণত ব্যক্তির জীবন ইতিহাস, কোন দ্বীপে তার জন্ম, সামাজিক অবস্থান ও কার্যকলাপকে তার দেহে ফুটিয়ে তুলত।

উল্কির নির্দিষ্ট কিছু মোটিফ সম্মোহনের কাজও করত। এছাড়া বিপদ-আপদ থেকে সুরক্ষার জন্য ম্যাজিক্যাল বা তান্ত্রিক নিরাপত্তার জন্যও ছিল উল্কির ভিন্ন ভিন্ন ডিজাইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.