আমাদের কথা খুঁজে নিন

   

মডার্ন নারী (সাতকাহন)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

তুমি নারী অভাবনীয় মুগ্ধতায় পাগল কর পথিককে কখনও ঢেউ রুপে ধরে নদীর তীর কখনও প্রজাপতি রুপে বসন্ত বাগান হয়ে কখনও ব্যস্ত সড়কের স্তব্দতায় বেখায়েলী ওড়নায় দিয়ে আলতো ছোঁয়া, তুমি চুম্বক হয়ে; টেনে ধর জংধরা আয়রনদেও তুমি দেয়াশলাই না ছোঁয়ালেও অজস্র তপ্ত হৃদপিন্ড বেয়ে উছলে ওঠা ধোঁয়া। তুমি নারী; রুপে -মাধুরীতে জলজ্যান্ত অন্নদা-র পারী । লালসায় অথবা নিরুপায়ে রুপ বেঁচে হও রাড়ী। আহবান বিনেই খিঁচে ধর রক্তের দৌড়ানি ঠোট না ফুটিয়েও গড়ে তোল অগনিত রাগিনী। কারন তুমি নারী ।

সহবাসে না যেয়েও জন্ম দাও লক্ষ্য কাহিনী। কখনও মাতার পরম মমতার আচঁল, কখনও বিষধর শাপিনী। অফিসের ডেস্কে হাজার নয়নের স্থিরতা, তোমায় কেন্দ্র করে লক্ষ আখিঁর ক্ষনে ক্ষনে ক্ষিপ্রতা। কখনও বন্ধু হয়ে বাড়িয়ে দাও বাহু কখনও ডাইনী হয়ে চুষে নাও সরল লাহু। কারন, তুমি নারী।

নারী তুমি অক্টোপাসী রঙে বিপদের সুভাসে বদলে নাও আবরন। ৬৫ পেরোনো নরবুড়ো হাড়েও লালসার জ্বালাময়ী জাগরন। আট বছর-থেকে আমৃত্যু পুরুষ হৃদে জেগে রও স্বপ্ন হয়ে সারাক্ষন। উতপ্ত গ্রীর্স্মে প্রশান্তির শ্রাবন। আরও -- কত কিছু ? জমাট আন্দিজে উষ্ণতার দহনী স্পর্শ; তুমি উজ্জল রঙে আকাঁ তবুও যেন অস্পষ্ট।

কারন তুমি নারী। তুমি ছলনার বাস্তবতায়ও বিশ্বাসের মেলে ধর আচঁল তুমি সুস্থ্যতার ব্যানারেও অভিনয়ে যাও যেন পাগল তুমি ত্যাগের যদিও সামান্য আয়; কিন্তু অর্জনের ব্যয়বহুল প্রজেক্ট । তুমি যদিও কখনও মাতা কিন্তু তারচেয়েও বেশি তুমি ক্ষুধার মেলে ধর ছাতা মেলে ধর হৃদয়ের বেড়ায় প্রেমের লকেট। তুমি কবিতার কবির ভুয়া গুনাগুন। তুমি আগুন,তুমি ফাগুন তুমি আপনাকে বল; জাগুন অথচ সকলকে ঘুমে রাখ।

তুমি সেবিকার হাতে চামড়া জোড়া সেলাই তুমি সেলিনার হাতে স্বামী জবাইএর বটি । তুমি কখনও সতী আবার কখনও পচ, না হতেই বতি। সাতটাকার মার্কেটিং-এ একটাকা কম পড়লে যারা স্বামীর চোদ্দগুষ্টিকে খয়রাতি বলে নাস্তানাবুদ করে, যারা নিজ পেটের সন্তানকে বুকের দুধ খাওয়ান না ফিগার নষ্ট হবে বলে, যারা জীবনের মুল্যর চেয়ে শরীরের চাহিদাকে বেশি মুল্য দেন, যারা জীবনকে বিলাসিতার একটি পণ্য আর শরীরকে ফ্যাশানের দোকান ভেবে সারাদিন ব্যস্ত থাকেন নিজেদের নিয়ে আমি শুধুমাত্র তাদের কথাই বলতে চেয়েছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.