maanush84@yahoo.co.uk
নীল নীল চাঁদের আলো যেন নরম পেলব মাখন
পিচ ঢালা পথটাকে রুটি বানিয়ে খেয়ে নিতে পারলে
এ যাত্রা বেঁচে যেতাম
আকাশটা যদি হত বিরাট বড় এক পাত্র
অনন্ত নক্ষত্রেরা কর্ণ ফ্লেক্সের দানা
ফ্রীজে রাখা আধা নষ্ট দুধের সাথে খেয়ে নিতে পারলে
এ যাত্রা বেঁচে যেতাম
কান পেতে শোন....
অদূরে কোথাও ডেকে চলেছে রাত জাগা পাখী
তার কণ্ঠ সুমধুর, আরো মধুর হবে নিশ্চয় তার রোষ্ট
পাখীটাকে খেয়ে নিতে পারলে
হয়ত এ যাত্রা বেঁচে যেতাম
নিয়নের রহস্যঘেরা আলোয় অতিপ্রাকৃত গাছগুলো যেন ব্রকোলি
বৃষ্টির পানিতে সেদ্ধ করে একটু নুন মেখে ….. আহ!
কচকচিয়ে খেয়ে ফেলতে পারলে
এ যাত্রা বেঁচে যেতাম
-বার্মিংহাম, সময় রাত্রী পৌণে এগারোটা। ক্ষুধা পেটে নিয়ে অর্ধ্মৃত অবস্থায় রচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।