আমি কাক নই, আমি মানুষ...
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন :
আমি একটেলের সাফাই গাইবো না।
তবে আপনার কথায় কিছু ভুল আছে।
একটেল ৫ মিনিটের পর টাকা কাটে তাদের নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন রাখার জন্য। কারণ আমাদের একটা স্বভাব হচ্ছে টিএনটি হতে একবার ফোন করলে আর ছাড়ি না। এতে নেটওয়ার্ক ডেডিকেটেড হয়ে যায় দুজনের মাঝে।
আর বিগত বছরে একটেল কিন্তু তাদের নেটওয়ার্কের প্রতি বেশী নজর দিয়েছে।
এখানে ভোক্তার প্রয়োজন হলে আবার করতে হচ্ছে যার ফলে কিছুক্ষনের জন্য হলেও নেটওয়ার্ক ফ্রি হচ্ছে আর আবার করলে বিলের কিন্তু কোনো তারতম্য হচ্ছে না। কারণ টিএনটি তে বিল মিনিট ওয়াইজ কাটে।
আমার বক্তব্য :
আপনাদের মতো লোকের জন্যই এরা মাথায় উঠেছে। প্রথমত কারন অন্য অপারেটরের কি নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন রাখার প্রয়োজন হয় না? তার মানে ভূয়া নেটওয়ার্ক দিয়ে তারা ধান্দাবাজি করছে।
আর টিএন্ডটি মিনিট ১.৫ টাকা নিয়ে থাকে। অন্যান্য অপারেটরের মতো তার একটা অংশ একটেল পায়। তো যিনি করবেন তিনিও বিল দেবেন আবার যিনি ধরবেন তিনিও বিল দেবেন তা কি করে হয়? বিশ্বের কোথাও এমন নিয়ম আছে বলে আমার জানা নেই। যেখানে অন্য অপারেটর পারছে সেখানে তারা কেন ডাকাতি করবে? তারা এতদিন বলেছে নেটওয়ার্ক সম্প্রসারণের কথা। ওয়ারিদ টেলিকম তো সেদিন এলো তাদের নেটওয়ার্কের জন্য তো টিএন্ডটি বিল নিচ্ছে না।
তার মানে এরা মিথ্যে বলে আমাদের বোকা বানিয়েছে। নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন রাখার জন্য আমাকে বিল দিতে হবে কে? আপনি বললেন টিএনটি থেকে ফোন করলে আমরা ছাড়তে চাই না। আমরা কি মাগনা কথা বলি? বিল দিয়েই কথা বলি।
যুগে যুগে এদেশের মানুষকে শোষন করেছে বিদেশী বেনিয়া আর তাদের সাহায্য করেছে আমাদের একদল সুবিধাভোগী মানুষ। কে জানে আপনিও সেই দলের কি না?
একটেল ব্যবস্যা করবে।
তার নেটওয়ার্ক ঠিক রাখার দায়িত্ব তাদের। নেটওয়ার্ক ঠিক রাখতে তাদের বিনিয়োগ তারা করুক। ব্যবস্যা করলে লাভ হবে লস হবে। তাদের লাভের বিষয় দেখার দায়িত্ব আমাদের না। সো তার নিরবিচ্ছন্ন নেটওয়ার্কের মাধ্যমে আমাকে টাকা দিয়ে লাভ করাতে হবে এমন যুক্তি মেনে নেয়া যায় না।
অনেক খেয়েছে, এবার ঢালুক।
অকটেল বাজারে শেয়ার ছাড়ুক। আমাদের টাকা আমাদের থাক। আসুন এই আওয়াজ তুলি। দেশকে ভালোবেসে আগে নিজেদের চিন্তা করি।
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।