তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে কণ্ঠরোধ করা যাবে না। লন্ডনে দুই যুবকের হামলার চেষ্টার পেছনে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও বিএনপিকে দায়ী করে তিনি এ কথা বলেন।
যুক্তরাজ্য সফর শেষে আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ ব্রিফিং করে ওই হামলার ঘটনা সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরেন তথ্যমন্ত্রী।
লন্ডনে এক টক শোতে অংশ নিতে সোমবার রাতে টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার স্টুডিওর বাইরে হামলার মুখে পড়েন তথ্যমন্ত্রী। ওই ঘটনাকে একটি 'পলিটিক্যাল অ্যাটাক' হিসেবে উল্লেখ করে ইনু বলেন, জামায়াত, জঙ্গিবাদ, তেঁতুল হুজুর (হেফাজত নেতা আহমেদ শফী) ও তাদের দোসর বিএনপি- এই চক্রটি এ হামলা চালিয়েছে বলে আমি মনে করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।