উৎসর্গঃ দেশের সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
আমার বাবার অন্তর অফুরান শুভ্রতায় পূর্ণ
তিনি কখনো আমার আহ্লাদগুলো করেন নি চূর্ণ
ছোট্টবেলায় বাবা ডাকতেন ওগো আহ্লাদী 'মা-চান'
'বড় হলে পরে পড়বি রে মা সুন্দর শাড়ী কাতান'
কেননা আমি মায়ের শাড়ি পরার চেষ্টা করতাম
বাজারে যাবেন বাবা শুনলে অনেক বায়না ধরতাম
খেলনার পুতুল খেলনার হাঁড়ি খেলনার হাতি ঘোড়া
আনতে হবে বিস্কিট আচার, সাদা জুতা এক জোড়া
বাবা আনতেন ওগুলো সব আরো আনতেন কিছু বেশি
জানতে চাইতাম বাবার কাছে, 'পুতুলটা কি বিদেশী"?
বাবা বলতেন, 'না রে মা দেশের জিনিসই কিনি
দেশের জন্য সব কিছু করি, আগে দেশটাকে চিনি
আমার বাবা মুক্তিসেনা, পাকসেনা তাড়িয়েছেন
একাত্তুরের যুদ্ধে বাবা পা দুটি হারিয়েছেন
বাবার দিকে চাইলে আমার চোখে আসে পানি
আমার বাবার তুলনা নেই এই জগতে জানি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।