হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
পুরনো অফিসের চাট্টি-বাট্টি গোল করে নতুন অফিসে উঠেছি মাত্র ক দিন হলো। এখানে সব আলিশান কারবার। ফ্লোর থেকে শুরু করে ফলস সিলিং পর্যন্ত রূচিশীলতার ছাপ।
অফিস এখনো পুরোপুরি কমপ্লি¬ট হয়নি। ফিনিসিং পর্যায়ে আছে। রঙের ঝাঝালো গন্ধে প্রথম প্রথম চোখ-নাখ জ্বলা করলেও এখন সয়ে গেছে। অফিসের লাইটিং সিস্টেম আমার খুব মনে ধরেছে। বিগ বসের রুমে লাইট ফিটিংস তো সেই রকম।
ওনার অবশ্য এই দিকে তেমন মনোযোগ নাই, উনি কাজ ছাড়া কিছু বোঝেন না। যে লাইটগুলো না জ্বালালেই নয় শুধু সেই লাইট গুলোই জ্বালান। আমি একবার সব লাইট জ্বালিয়ে দেখেছি রুমটা কেমন লাগে দেখার জন্য। অফিসের পুরো করিডোর জুরে সারি বদ্ধ ছোট ছোট লাইট। দেয়ালে জুড়ে দুটি হালকা রঙের সেড।
রং আর লাইট মিলে অসাধারন কম্পোজিশন। বসদের রুমের আসবাব আর চেয়ারের বর্ননা দিয়ে পাবলিকের লোভ বাড়াতে চাই না। আমাদের জন্য দেয়া হয়েছে অটোবি’র টেবিল-চেয়ার। মিটিং রুম এখনো ইনকমপ্লিট। সব মিলিয়ে আমাদের নতুন অফিস অনন্য রূপবতী।
স্মৃতি ঃ জুলাই/২০০৭ইং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।