আমাদের কথা খুঁজে নিন

   

চেয়ারম্যান ০০৭ ক্লাস ফাইভে থাকতে যেভাবে পরীক্ষার খাতায় লুঙ্গির রচনা লিখেছিলেন।

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... লুংগি আমাদের লুল সমাজের ফিরিয় এবং জাতিয় পোষাক। ইহা লৈয়া চুদুর বুদুর কুনু রুপেই বরদাশ্ত করা হপে না ( লুংগি সম্পর্কে ২ টা কথা না বললেই নয়। লুংগি সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে জানতে হবে লুংগি কি ? সূচনা: লুংগি হৈলো চারপাশে বেড়া দেওয়া এক পোষাক বিশেষ যা পরিধান (কোমরে লটকাইয়া রাখিলেও চলিবে) করলে তলদেশ দিয়া মৃদুমন্দ ফুরফুরা ঠান্ডা হাওয়া খেলা করে যা দেহ(!) মনে চাংগা ভাব আনে। বর্ননা: লুংগি বড়ই উপকারী পোষাক। জায়গায় বেজায়গায় ইহা যেমন একটানে খোলা যায় এবং এক গিট্টু মাইরা পড়াও যায়।

ইহাতে বেফুক সময় বাচেঁ। সময় অমূল্য সম্পদ। উপসংহার: পরিশেষে বলা যায় যে লুংগি নিয়ে রাজনিতী করে যারা ,দেশ ও দশের শত্রু তারা। লুংগি হোক আপানর ,আমার সবার অহংকার। জয় বাংলা ,বাংলাদেশ জিন্দাবাদ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.