আমাদের কথা খুঁজে নিন

   

বিপাশা এখন চেয়ারম্যান

ভালবাসি ভালো ভালো কাজ করতে। সৎ ভাবে জীবন জাপন করতে হাস্যরসাত্মক এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চিনিখোর’। আর এ নাটকে নারী চেয়ারম্যান চিরিত্রে অভিনয় করছেন বিপাশা হায়াত। নাটকের গল্পে জানা যায়, একটা ট্রাকে ওভারলোডেড করে চিনি নিয়ে চলেছে সামছু আর তার হেলপার মজনু। দর্শনা থেকে ইন্ডিয়ান চিনি লোড করে ঢাকার শ্যাম বাজারে যাচ্ছে।

ভালোই এগুচ্ছিলো তাদের যাত্রা। কিন্তু ব্যাটারী চালিত একটা ইজি বাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটা উল্টে পার্শ্ববর্তী একটা পুকুরে পড়ে যায়। খবর শুনে ট্রাকের মালিক উত্তেজিত হয়ে ঢাকা থেকে রওনা দেয়। স্থানীয় নারী চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তাসগ নানান লোকজনের পদচারণায় মুখর হয় এলাকা। এরই মধ্যে জনৈক বৃদ্ধ আবিস্কার করে পুকুরের পানিতে চিনি গুলে পানি মিষ্টি হয়ে গেছে।

গ্রামবাসী ভেঙ্গে পড়ে মিষ্টি পানি সংগ্রহের উদ্দেশ্যে। বিপাশা হায়াত এ নাটক নিয়ে বলেন, ‘অনেক আগে শুটিং করা নাটক এটি। এখানে আমি নারী চেয়ারম্যান ভূমিকায় প্রথম অভিনয় করলাম। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। ’ এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারুক আহমেদ, লুৎফুর রহমান জর্জ, সাজু খাদেম, ড.এজাজ প্রমূখ।

বিস্তারিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।