আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা ১১: ডাবল হায়দার, যোগ-বিয়োগ/গুন-ভাগ

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

হায়দার যখনই বাচ্চাদের সামনে পড়ে, মহাবিপদ যে নাজিল হয় সেটা আমরা সবাই জানি। যেমন এইতো সেদিন, হায়দার গেল বন্ধু টিপুর বাসায় দাওয়াত খেতে। গিয়ে টিপুর ছোট ছেলেটার সাথে দেখা, টিপুর ছেলেটার নামও হায়দার। বিরাট দাওয়াতের কারণে রান্না নিয়ে ব্যস্ত টিপু, নিজের ছেলে হায়দারকে ধরে এনে বন্ধু হায়দারের কাছে দিয়ে গিয়ে বলল, এখন ডাবল হায়দার মিলে অংক কষো। পিচ্চি হায়দারের বয়েস দশ, কিন্তু তাতে কি? অংকে সে তুখোড়। বাবা বেরিয়ে যাবার সাথেসাথেই সে বড় হায়দারকে ক্যাঁক করে ধরল যেন, জিজ্ঞেস করল, "বলত আঙ্কেল, তিন অংকের এমন একটা সংখ্যা যার সাথে ১ যোগ করলে সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য হয়, ২ যোগ করলে ৩ দ্বারা বিভাজ্য হয়, ৩ যোগ করলে ৪ দ্বারা বিভাজ্য হয়, ৪ যোগ করলে ৫ দ্বারা বিভাজ্য হয়, ৫ যোগ করলে ৬ দ্বারা বিভাজ্য হয়, এবং ৬ যোগ করলে ৭ দ্বারা বিভাজ্য হয়।" বলে পিচ্চিটা দাঁত কেলিয়ে হাসতে হাসতে চলে গেল। অংকের প্রবলেম পেলে হায়দারের মাথা ঠিক থাকেনা, সমাধান জানা না পর্যন্ত তার মাথা ভনভন করে। হায়দারের মনে হলো দাওয়াত খেতে এসেই মস্ত ভুল হলো। আপনার কাজ হলো হায়দারকে রক্ষা করুন, নাহলে অন্ততঃ নিজেকে এমন সংখ্যা কি আসলেই আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।