আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবে স্পাইডারম্যান !!!! মজার বিজ্ঞান ব্লগ ১

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

বাস্তবে আপনার চোখের সামনে দিয়ে এক ঝলকে উড়ে গেলো একটা প্রাণী। কি ভাবছেন?? --মানুষ কিনা?? --হ্যাঁ মানুষ। --আবার কি ভাবছেন??? --স্বপ্ন দেখছেন কি??? আরে না স্বপ্ন নয় সত্যি। বিজ্ঞানের কল্যাণে এখন স্পাইডারম্যান আর ফিল্মে নয়। যে কেউ স্পাইডারম্যান হয়ে ঘুরতে পারবেন ঠিক নায়ক পিটারের মতই।

বাড়ি ঘরের দেয়ালের সাথে ঝুলে আপনি দৌড় দিচ্ছেন। ভাবতেই গাঁয়ে কাঁটা দেয় তাই না?? বিজ্ঞানীরা ঘোষনা দিয়েছেন এইরকম পোষাক আবিষ্কারের। কয়েকবছরের মাঝেই এর কাজ সম্পন্ন হবে, এমন টাই মনে করা হচ্ছে। এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য মাকড়শা নিয়ে বিপুল গবেষনা চলছে। তাদের চলন নিয়ে গবেষনা করেই তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

আবিষ্কার হবার পরে কি হবে ভাবতে পারছেন?? প্রথমে তো অবশ্যই অনেক দামী হবে সাধারণ মানুষ কিনতে পারবেনা, কিন্তু যখন মানুষের সাধ্যের মাঝে চলে আসবে তখন ভেবে দেখুন তো রাস্তে ঘাটের সব মানুষ যাবে কোথায়। সবাই হাঁটা চলা করবে বাড়ি ঘরের দেয়ালে ঝুলে ঝুলে এতে যেমন দ্রুত চলাফেরা সম্ভব, তেমনই সময় বাঁচানো সম্ভব। কি না পারছে বিজ্ঞান শেষ মেশ মাটির মানুষকে উঠিয়ে নিল আকাশে। কখন যে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবে কে জানে? অপেক্ষায় থাকুন... আরো মজার মজার আবিষ্কার নিয়ে পুস্ট আসবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.