আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল(!) অপর বাস্তবের বাস্তবে প্রকাশ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

অবশেষে... ভার্চুয়াল(!) অপর বাস্তবের বাস্তবে প্রকাশ হলো আজ বিকেলে অমর একুশে বইমেলায় । ভেবেছিলাম ব্লগারদেও (যদিও নিয়মিত ব্লগার হয়ে উঠতে পারিনি এখনও) মহামিলনমেলা হবে , মহা না হোক মিলনমেলা হলো । অনেকেই এসেছিলেন ।

তাদের নাম মোটামুটি সাকিব লিখেছে । সে যাই হোক সব মিলিয়ে বেশ আড্ডা হোল । আগ্রহী ব্লগারদেও জন্য কিছু তথ্য দিচ্ছি । বই পাওয়া যাচ্ছে মৃদুল প্রকাশনীতে । বইমেলার শহীদ জব্বার চত্বরে (বাংলা একাডেমি মসজিদ এর কাছে স্টল নং 351) ।

বই-এর মূল্য 120 টাকা আর পাঠক কিনতে পারবেন 90 টাকায় । যারা মেলার হুরোহুরি থেকে বাচতে চান তাদেও জন্য বই পাওয়া যাবে পাবলিক লাইব্রেরি সিড়ির পাশে আয়োজিত একুশের চেতনায় গ্রন্থমেলা 2007-এর জাতীয় সাহিত্য প্রকাশনীর স্টলে । আর ছাপাকল-এর অফিসে তো থাকছেই । সবার সহযোগিতা আর শুভকামনার প্রত্যাশা করছি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.