ভার্চুয়াল দুনিয়াতেও সম্ভবত বাস্তবের মতো অনুভূতি দিতে যাচ্ছেন বিজ্ঞানীরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ইউনিভার্সিটি অফ ইলিনয়ের রাজেন্দর সোধি এবং ডিজনির গবেষক ইভান পপিরেভ সম্প্রতি এরিয়েল নামে ছোট কয়েকটি যন্ত্র তৈরি করেছেন। এই যন্ত্রগুলো বাতাসের বুদবুদ ব্যবহার করে ভার্চুয়াল অনুভূতি এনে দিতে পারে।
এরিয়েল হচ্ছে পাঁচটি স্পিকারের মতো মডিউলের সমষ্টি। টিভি বা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে, এগুলো ব্যবহারকারীর আশপাশের যে কোনো জায়গায় বসানো যায়।
এই ডিভাইস ব্যক্তির শরীরের নড়াচড়া লক্ষ করে বাতাসে অল্প কম্পনের ধোঁয়ার বৃত্ত তৈরি করে। এগুলো যখন একটি আরেকটির সঙ্গে ধাক্কা খায়, তখন ভেতরের অংশে বাইরের বাতাস ঢুকে পড়ে। ফলে তৈরি হয় নানা অনুভূতি। এর মধ্যে রয়েছে পানির অনুভূতি ও বাতাসের অনুভূতি। এতে এমনকি সাঁতার কাটার অনুভূতিও পাওয়া সম্ভব যন্ত্রটির সাহায্যে।
পপিরেভ জানান, তারা ভিজুয়াল ইফেক্ট নিয়েও কাজ করছেন। যেমন একটি টেবিলের নিচে প্রজেক্টর রয়েছে। টেবিলের উপরে একটি প্রজাপতি উড়ছে। আপনি ইচ্ছে করলে ধীরে ধীরে প্রজাপতিটি উপরে তুলতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।