আমাদের কথা খুঁজে নিন

   

জীবন ও সংস্কৃতি-২ (ভারতীয় সমাজে উল্কি)

নাম শুনেই যার প্রেমে পড়ি

ছবি-ওয়ানচু মুণ্ডু শিকারীর উল্কি (বামে), নকতে তরুনীর মুখমণ্ডলে সৌন্দর্য্যবর্ধক উল্কি(ডানে) উল্কি আঁকা একসময় পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর সামাজিক-ধর্মীয় প্রথা থাকলেও পাশ্চাত্যে তা হাল জামানার ফ্যাশন হিসেবে বেশ প্রতিষ্ঠা পেয়েছে। পাশ্চাতে্যর এই হুজুগ আমাদের এশিয়াতেও কম ঢেউ তুলেনি। তবে আমাদের ভারতীয় উপমহাদেশে এই উল্কি আঁকার রীতিটা অনেক পুরানই বলা চলে। মাত্র ৫০ বছর আগেও ভারতের প্রায় প্রতিটি আদিবাসী মেয়েদের উল্কি আঁকার এক কষ্টদায়ক প্রথা পালন করতে হতো। উত্তর-পশ্চিম পার্বতাঞ্চলের আদিবাসীদের থেকে শুরু করে দক্ষিণের তামিলদের মধ্যে মেয়েদের সৌন্দর্য বাড়াতে এই উল্কি আঁকার প্রচলন ছিল।

উল্কি একটি মেয়ের ব্যক্তিগত অলঙ্কার। ভারতে উল্কি আঁকার এই সামাজিক-ধর্মীয় প্রথা বর্তমানে প্রায় উঠে গেলেও কিছু কিছু আদিবাসী সমাজে তা আজও পুরনো ঐতিহ্যকে লালন করে চলেছে। হিন্দুদের মধ্যে উল্কি মেয়েদের উর্বরতার প্রতীক হিসেবে বিবেচিত হয় যা তাদের সৌন্দর্যকে ফুটিয়ে তুলে এবং যাদুমন্ত্র বা ধর্মীয় রক্ষাকবচের কাজও করে। যেমন, প্রস্ফুটিত পদ্মের উল্কি বিশুদ্ধতার প্রতীক তেমনি মাছ মাতৃশক্তি এবং বৃশ্চিক, সাপ, মৌমাছি অথবা মাকড়শার উল্কি এই সকল প্রাণীর কামড় বা হুল ফুটানোর হাত থেকে সুরক্ষার প্রতীক হিসেব বিবেচিত হয়। এগুলো অবশ্য বিবাহ, ইহলৌকিক বা পারলৌকিক সৌভাগ্যেও বয়ে আনে বলে বিশ্বাস রয়েছে।

সুখী বৈবাহিক জীবনের জন্য উত্তর প্রদেশে মেয়েরা হাতের কব্জিতে সামুদ্রিক ঝিনুকের উল্কি আঁকেন; এবং এটা তাদের জীবনে বৈধব্যকেও রোধ করে বলে বিশ্বাস প্রচিলত আছে। ধমীয় বিশ্বাসজাত উল্কি নারীদেরকে স্বর্গে প্রবেশের নিশ্চয়তা প্রদান করে, যেখানে পরবর্তীতে তারা ঈশ্বর বা তাদের স্ব স্ব স্বামীর সান্নিধ্য লাভ করতে পারবে। এইজন্য রাজপুত রমনীদের মধ্যে স্বর্গ লাভের আশায় বাহুতে কৃষ্ণের ময়ূর সিংহাসনের উল্কি আঁকার রীতি প্রচলিত ছিল। উত্তর-পশ্চিম ভারতে হিমালয়ের পাদদেশের জড়োপাসক পার্বত্য আদিবাসী পুরুষদের উল্কি ছিল বেশ লক্ষণীয়। শত্রুকে হত্যা করে তার মুন্ডু আহরণকারীদের বীরত্বের প্রমাণ স্বরূপ দেহ ও মুখমণ্ডলে বীরত্ব ও উর্বরতার প্রতীক হিসেবে উল্কি এঁকে দেওয়ার রীতি ছিল; যদিও ভারতে মুণ্ডু শিকার অনেক আগেই বন্ধ হয়েছে।

উর্বরতা, সৌন্দর্য্য ও জাতিগত সংহতিকে অটুট রাখতে এখনও ওয়ানচু ও নকতে নামক দুই আদিবাসী জাতির মধ্যে মুখণ্ডলে উল্কি আঁকার প্রচলন রয়েছে। তথ্য: ওয়েবসাইট অবলম্বনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.