অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অক্টোবর মাসেই স্থায়ী পে কমিশনের গেজেট প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। সংগঠনের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল ও মহাসচিব এম এ আলীমসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
পে-কমিশন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী মাসেই (অক্টোবর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। আর আমরা আগেও বলেছি মহার্ঘ ভাতা দেয়া হবে। কিন্তু সেটা কবে দেয়া হবে সেই তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে এ সরকারের মেয়াদেই দেয়া হবে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, এ সরকারের মাত্র তিন মাস সময় রয়েছে। এর মধ্যে যেসব কমিটমেন্ট করতেই হবে, সেগুলো পরে বাস্তবায়নের কতটা সুযোগ থাকবে সে ব্যাপারে আমি অবহিত নই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।