আমাদের কথা খুঁজে নিন

   

২৩শে অক্টোবর

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । আবারো এলো ২৩শে অক্টোবর যেদিন ছিল তোমার আমার দেখা হবার প্রথম প্রহর । মনে পড়ে রাস্তার ধারে কী এক জটলা দেখে দাড়িয়েছিলে আকাশী নীল সালোয়ার আর ছিল কিছু বই কবিতার হঠাৎ এক ঝলকা বাতাস কেড়ে নিল তোমার চুলের সাজ । কিন্তু জান - এখনো মনে পড়ে সেই তোমাকেই যেন খুজেছিলাম আমি বহু বছর ধরে সেই স্বচ্ছ চোখের চাহনি মাখা রঙ্গীন মুখখানি । আজ হয়তো তেমনি এক দ্বি প্রহরে বাতাসটা ও বইছে আগেরই মতন করে শুধু আমার জায়গায় আজ অন্য কেউ অন্য কোন মানমূর্তি তোমার পাশে বসে করছে তোমারই স্তুতি । কষ্ট - না না তা কেন ? তোমার সুখেই আমি সুখী তোমার দুঃখ অঙ্গে মাখি । প্রজন্মের পর প্রজন্ম আসবে থাকবেনা তুমি , আমি ও তবু তোমায় নিয়ে লেখা কবিতাটি কেউ পড়বে ঠিকই জানি ও ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।