আমাদের কথা খুঁজে নিন

   

কাউকে অপবাদ দেওয়ার আগে সরকারের খতিয়ে দেখা উচিত কেন জনগন ত্রত ক্ষুব্দ।



নিজের ঘরে আগুন লাগাইয়া অন্যরে দোষ দিলে হবে না। আগে নিজে সামাল কর -শেষে পরকে গিয়া ধর। সরকারের নিজের নেই দোষের অভাব আবার অন্যের দোষ খোজায় ব্যাস্ত। জয়নাল হাজারি, শামীম ওসমান ওরা জড়িত কিনা আমি জানি না। কিন্তু আমি শুধু বুঝি ত্র ঘটনার জন্য সরকার নিজেই অনেকাংশে দায়ী।

ত্র ঘটনা সরকারের কিছু ভুল কাজ করার ফল। আর উপদেষ্টা মইনুলের কথা শুনলে মানুষ ত্রমনি বিরক্ত হয়ে যান যা সরকার হয়ত বুঝতে পাচ্ছে না। পাপ করা আর পাপ সৃষ্টি করা সমান অপরাধ। বি ত্রন পির আমলে আওয়ামলীগের নেতাদের বোমা মেরে বলা হয়েছিল আওয়ামীলীগের কোন্দলে ত্ররা মারা গেছে। জামাত,বি ত্রন পি, ত্রবং জে ত্রমবির সব আকাম-কুকামের অপবাদ আওয়ামীলীগের উপর দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

যা পরে প্রমানীত হয়েছে আওয়ামীলীগ জড়িত নন। আমার বিশ্বাস ত্রই ছাত্র আন্দলোনের সাথে কোন গুরুত্বপুন্য আওয়ামী রাজনীতিবিদরা জড়িত নন। আমি বলতে চাই ছাত্র আন্দলোন ছিল জনগনের অনেক দিনের চাপা ক্ষোভ ত্রবং সরকারের দ্রব্য মূল্যের কমাতে না পারার ব্যার্থতার ত্রকটি বহিপ্রকাশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.