কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
যখন নির্ধারিত হয় ভেসে যাওয়া
প্রবল জলের কবরে নেমে যাই-
কেউ কেউ গিরা, হাঁটু, কোমর অথবা গলা
পৃথিবীতে যার জন্য এক ফোটা জল বাকী নেই
তার সবটুকু!
সলিলের সমাধি ভেঙ্গে মাটির দেয়াল পায়
ফেলে যাওয়া উত্তরসূরী কিংবা সাহায্যকারী
যদি স্পর্শ দিতে পারে মৃত্যুর সীমানায়;
মানবাগমন প্রায়িক যদিও প্রগমন রকমারী।
বৃদ্ধজনের চোখে ভাললেশহীনতা
যেন বিদায়ের মহা সে ক্ষণের অপেক্ষা,
যারা মাঝ পথী সব দায়িত্ববানেরা
জলের ক্ষুধার্ত মুখে বুক পর্যন্ত দিয়ে
আকাশের নিরাপদে তুলে ধরে রাখে প্রিয়জন;
রাত্রি এখানে মৃত্যু প্রতীম জীবন্ত দিনেরা।
অবুঝ এবং স্বল্প বুঝেরা বুঝে ফেলে
পিতার দু'বাহু ও মাতৃ অঞ্চলের অসহায়ত্ব,
ওরা দু'চোখের দৃষ্টিতে শিখে নেয় বেঁচে থাকা
ওরা বুঝে নেয় নিরাপদ সুউচ্চ প্রাসাদের দূরত্ব।
শুধু কি মানব?
সকল প্রাণে-অপ্রাণে মৃত্যু অথবা ভাসমান অনুভব!
আজি জাগুক তোমার অন্তর
গগণচুম্বী আয়েশী সিথানে জাগুক ভয়ংকর
জল-দানবের আধ-খাওয়াদের প্রাণান্ত সংগ্রাম
জাগুক দু'চোখ স্বপ্নে বিভোর
জাগুক দু'হাত কর্মে প্রবর
অন্তর-টাইফুনে উড়ুক আলস্য ত্রাণ হোক আগুয়ান।
বেঁচে থাকা হবে নির্ধারিত যতদিন
তোমার শক্তি আঁকড়ে থাকুক দূর্গতে প্রতিদিন।
২৬.০৮.২০০৭
মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য
কৃতজ্ঞ যেখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।