আমাদের কথা খুঁজে নিন

   

কারফিউ উপাখ্যান : পর্ব-৬ (প্রসঙ্গ : কারফিউ শিথিল)

গভীর কিছু শেখার আছে ....

এখনও সারাদেশে কারফিউ বিদ্যমান। কারফিউ শিথিলের মাধ্যমে সাধারণ মানুষদেরকে কিছুটা হলেও রিল্যাক্স দেয়া হয়েছে। অথচ একটা বিষয় অবশ্য ধর্তব্য যে, কারফিউ শিথিল আর কারফিউ বাতিল দুটো পৃথক বিষয়। জরুরী অবস্থা দীর্ঘ সময় জারি থাকায় মানুষ এখন জরুরি অবস্থার সঙ্গে সাধারণ অবস্থার পার্থক্য কি, তা আলাদা করতে পারছে না। এ কারণেই জরুরি অবস্থার মাঝেও মিছিল বের হচ্ছে, বিক্ষোভ হচ্ছে।

অথচ জরুরি অবস্থা উঠিয়ে নিলেই জরুরি অবস্থার ভ্যালু থাকতো। সেইম বিষয়টি কারফিউ এর ক্ষেত্রেও বলা যেতে পারে। গত দুদিনে কারফিউ শিথিলের ফলে সাধারণ মানুষের কাছে কারফিউ এর মূল কনসেপ্টই যেন হারাতে বসেছে। তাই কারফিউ এর অবস্থা যেন জরুরি অবস্থার মতন না হয়ে যায়, সেজন্য সরকারের উচিত শ্রীঘই কারফিউ প্রত্যাহার করে নেয়া। অন্যথায়, কারফিউ এর পর কোন উপায়ই যে আর অবশিষ্ট থাকবে না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।