আমাদের কথা খুঁজে নিন

   

“কারফিউ” নিয়ে রঙ্গতামাশা !!!

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ঘটনাটি সেই দিনেরই যেদিন থেকে কারফিউ শুরু হল, তখনও অফিসে নেটে দেশের বাহিরে একটি পার্চেজ অর্ডার করছি। এরকমটাই ছিল সেই রঙ্গতামাশা টি ................... : বিল্লু দেখ তো রাস্তায় কি অবস্থা ? - জ্বী স্যার, আমি এখুনি যাচ্ছি ................................................... [বাহির থেকে অফিসে হন্তদন্ত হয়ে ঢুকতেই ....] - স্যার স্যার রাস্তায় কারফিউ চলছে ! : আরে মিয়া পাগলের মত কি বল? কারফিউ তো রাত ৮টা থেকে, এখন তো মাত্র ৬টা বাজে ! - স্যার বিশ্বাস করেন রাস্তায় কারফিউ চলছে ! তা না চলেন নিজেই দেখবেন : ধূর মিয়া ! তাই নাকি চলত দেখে আসি ! [রাস্তায় এসে দেখি অল্প কিছু গাড়ী চলছে ] : কই, এই তো রাস্তায় গাড়ী চলছে, তবে হ্যা তুলনামূলক কম, আর তুমি বললে কারফিউ, কি ব্যপার! - স্যার আমি তো ঠিকই বলেছি, কারফিউই চলছে ! : তোমার চোখের সামনে দিয়ে গাড়ী চলছে, আর তুমি কিনা বলছ করফিউ চলছে? সব পাগলের দল কোথাকার ! - স্যার, আমি তো ঠিকই বলেছি এখন 'কার ফিউ' মানে 'Car Few' ‘গাড়ী অল্প’ চলছে !!! অফিসের পিয়ন বিল্লুকে আর কি বলব, একদিকে মনের দু:খ, আর অন্যদিকে সেই দু:খকে ঘিরেই রঙ্গতামাশা !! ভালই উপভোগ করলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।