[রং=রহফরমড়]ভাবনার ডানা মেলে উড়ছি আমি [গাঢ়]আনাড়ি[/গাঢ়][/রং]
রাত এগারটার পর বাড়ির বাইরে কোন কাজ করতে গেছি কিনা মনে নেই। কাজ লাগেওনি কখনও। কিন্তু আজ ইয়াজউদ্দিন মিঞা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন রাত এগারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারী করেছেন।
দেশের কি এতই খারাপ আবস্থা যে কারফিউ জারী করতে হবে?
হায় হায় রাত বারটার সময় যদি মনে হয় সিগারেট লাগবে তাহলে কি করব?রাত এগারটার পর বাড়ির বাইরে কোন কাজ করতে গেছি কিনা মনে নেই। কাজ লাগেওনি কখনও। কিন্তু আজ ইয়াজউদ্দিন মিঞা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন রাত এগারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারী করেছেন।
দেশের কি এতই খারাপ আবস্থা যে কারফিউ জারী করতে হবে?
হায় হায় রাত বারটার সময় যদি মনে হয় সিগারেট লাগবে তাহলে কি করব?
মিঞা ভাই নাকি কিছুক্ষনের মধ্যে জাতির উদ্দেশে ভাষন দেবে। দেখা যাক কি কয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।