এখন আমি 'প্যারালাল ওয়ার্ল্ড' এ বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস - আমার মতোই কেউ আছে অন্য কোনও জগতে। হয়তো সেই 'আমি'র কাছেই আছে এই 'আমি'র সেই 'পুতুল'! দীপাবলির মতো রাঙিয়ে দিচ্ছে.... তার হৃদয় শোকেস লিলুয়া বাতাসটা হারিয়ে গেছে, কেউ কি তার পথের সঠিক জানো? জানো? জানো কি তোমরা? তপ্ত মরুর বুকে নেই, বেদুইন কিশোরের চোখেও নেই। নেই শান বাঁধানো ঘাঁটে, কিংবা কর্দমাক্ত মাঠে। নেই কিশোরীর অশ্রু সিক্ত কাজল কালো চোখে নেই ক্ষত-বিক্ষত ইরাকি শিশুর বুকে। আমার লিলুয়া বাতাস, শুধুই আমার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।