আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয় ও একটি অন্যায়ের প্রতিবাদ



গত দুদিনের খবরে সত্যিই মর্মাহত বোধ করছি, দেশ থেকে প্রায় দশ হাজার মাইল দূরে থেকেও। ক'দিন আগে ইসরাইলের একজন সমাজবিদের একটি লেখায় পড়ছিলাম, তিনি কীভাবে আমেরিকায় থেকেও চামড়ার নিচেই, অর্থা/ রক্তকণায় ইসরাইলের প্রতিদিনের ঘটনায় কীভাবে আন্দোলিত বোধ করেন। লেখাটায় প্রয়োজনের বেশি আবেগ আছে বলে আমার মনে হয়েছিল, কিন্তু আজ দুদিনের ঘটনায় আমার মনে হল, একটুও বাড়িয়ে বলেন নি তিনি। আমি কী আমার রক্তের ভেতরও খুঁজে পাচ্ছিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাবলির অনুরণন? কেন এমন হয়? কোনভাবেই কী ছেড়ে থাকা যায় না দেশ নামের ঐ অদৃশ্য সম্পর্কে, কিংবা যাকে বলেছেন বেনেডিক্ট ইমাজিন কমিউনিটিকে? কী জানি, ডায়সপোরা বোধ করি, স্থানিক নয় কোন ভাবেই, সম্পূর্ণভাবেই মানসিক বোধ। সাবাস তোমাদের হে সচেতন শিক্ষার্থীবৃন্দ। কিন্তু রাখা প্রয়োজন এর মধ্যেই অনেক শিকারী খুঁজে নিতে চাইছেন তাঁদের বৃহদায়তন শিকারটিকে। প্রতিবাদী মানুষেরা প্রতিবাদের প্রতিরূপ হয়ে গেলে আরেক দফা দুখের সাগর পেরুতে হবে আমাদেরকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.