আমাদের কথা খুঁজে নিন

   

কাটিং রূমের একান্ত যোদ্ধা একজন তারিক আনোয়ার

http://www.myspace.com/423882880/music/songs/31785002

অনন্য অসাধারণ অস্কার বিজয়ী মুভি, আমেরিকান বিউটি (২০০০) সহ উইংস অফ দ্য ডোভ, স্টেজ বিউটি, ম্যাডনেস অফ কিং জর্জ নানান ছবিতে কাজ করা স্বত্বেও তারিক আনোয়ার এডিটিং কেরিয়ার নিয়ে এখনও অনেক বিনয়ী। ১৮ বছর ধরে তিনি বিবিসিতে কাঁচি চালিয়েছেন। সেখানকার অভিজ্ঞতাকে অভিহিত করলেন, " প্রশিক্ষণের সর্বোত্তম প্রাপ্তি" হিসেবে। ১৫ বছর আগেও তিনি ফ্রিল্যান্সিং করেছেন এবং রাতদিন দুঃসহ পরিশ্রম করে এসেছেন ছবিতে এডিটিং করতে, " এতে আসা এতো সহজ ছিলো না কারণ মুভিমেকিং এর ক্ষেত্রে একধরণের উন্নাসিকতা চলতো! যদিও আমি BAFTA এ্যাওয়ার্ড সহ নানান পুরস্কার পেয়েছি। তবুও ছবির ব্যাপারে আমাকে ভালোরূপে বিবেচনা করা হয়নি।" তারপর চলে আসে, ম্যাডনেস অফ কিং জর্জ! পরিচালক নিক হাইটনারস এর প্রথম মুভি..আর বাকিটা ইতিহাস! আনোয়ার ম্যাডনেস অফ কিং জর্জ- এর দ্বিতীয় ইউনিটে পরিচালনার কাজও করেছেন। তারিক আনোয়ার একজন ইরানিয়ান ফিল্ম এডিটর। যিনি বিখ্যাত সেন্টার স্টেজ, গুড শেফার্ড, সিলভিয়াতে কাজ করেছন। অভিনেতা গ্যাব্রিয়েল আনোয়ারের বাবা তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.