আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদপত্রের কাটিং- ৩

আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের একটি প্রাইমারি স্কুলে গুলিতে অন্তত ২৭ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। বন্দুকধারী এক ব্যক্তির গুলিতে বাংলাদেশ সময় শুক্রবার গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্কুলের অধ্যক্ষ ও মনোবিজ্ঞানী রয়েছেন। কানেকটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এ ট্র্যাজেডি ঘটেছে। ঘাতক বন্দুকধারীও নিহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে দু'টি হ্যান্ডগান উদ্ধার করা হয়।

মার্কিন ইতিহাসে স্কুলে গোলাগুলির ঘটনায় একে সবচেয়ে বড় ট্র্যাজেডি বলে মনে করা হচ্ছে। চলতি বছরে আমেরিকার আরো কয়েকটি স্কুলে এ ধরনের গুলির ঘটনায় বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে। কোনো কোনো সূত্র থেকে বলা হয়েছে- হত্যাকাণ্ডের ঘটনায় দু'ব্যক্তি জড়িত ছিল। স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে কেজি থেকে স্ট্যান্ডার্ড ফোর পর্যন্ত শিক্ষার্থী রয়েছে যাদের বয়স মোটামুটি পাঁচ থেকে দশ বছরের মধ্যে। স্কুলের একজন অভিভাবক জানিয়েছেন, তিনি অনেক শিক্ষক-শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তবে তারা গুলিবিদ্ধ কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এসব ব্যক্তি যদি গুলিবিদ্ধ হয়ে থাকে তাহলে মৃতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। ভয়াবহ এ হত্যাকাণ্ডের পর কানেকটিকাটের নিউটাউন শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউটাউন শহরটি নিউইয়র্ক থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মূল খবর এখানে http://www.primekhobor.com/details.php?id=8743 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.