ডিসকভার কক্সবাজার,ডিসকভার বাংলাদেশ।
ইনানী সী বীচ কক্সবাজার শহর থেকে ২৫ কিঃমিঃ দূরে উখিয়া উপজেলায়। মেরিন ড্রাইভ রোড হয়ে ইনানী যেতে মজাই আলাদা। একদিকে ড্রাইভিং আরেকদিকে সাগর আর পাহাড়,ঝর্ণার নৈর্সগিক দৃশ্য। বোরিং তো প্রশ্নই আসে না।
ভাগ্য ভাল থাকলে নায়ক নায়িকাদের পথিমধ্যে স্যুটিং আপনার আনন্দকে দ্বিগুন করে দেবে। আর গন্তব্যে পৌছার পর আপনার মুখ থেকে একটা শব্দ বের হবে-"ওয়াও"। এ বীচ টা কক্সবাজার মেইন বীচ থেকে সম্পূর্ণ আলাদা। সাগর পাড়ে বালির উপর বিস্তীর্ণ জুড়ে ছড়িয়ে আছে শত শত বছরের পুরাতন পাথর। সাগরের ঢেউ আছড়ে পড়ছে পাথরের উপর।
আর আপনি যদি পাশে থাকেন ধরে নিতে হবে আপনার সমুদ্র স্নানের জন্য সাগর আগেই অর্ধেক প্রস্তুত করে নিয়েছে আপনাকে। গোসল না করে ফিরে আসতে মন চাইবেনা। ঐ সময় আমার কথা মনেও পড়তে পারে! হা হা হা। ইউটিউবের প্রিভিউটা দেখুন। ধন্যবাদ ইউটিউব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।