আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
(+18)
হাত শুলানি কমছে মাগার শরীর গুলানী বাড়ছে!
উপরের এই বাক্যটির বিশ্লেষনের দাবী রাখে। প্রতিদিন অফিসে গিয়া খালি হাত শুলাইতো কি নিয়া লিখা যায়, মাগার যার মাথায় গোবর ভরা, সে লেখবো কি নিয়া! যখনই পাইলাম আইডিয়া, লেখুম রোজ নামচা নিয়া, হাত শুলানী ফুটিল গিয়া!
গত দুইদিন আমি আছিলাম বাইরে, শত হট্টগোলের মধ্যে থাকিয়া, একটা জিনিসের অভাব বেশ করছি! আপনারা নিশ্চয়ই মনে করছেন ঐসব!
আয় আইজকা! আপনারা সব ভুল, কারন আমি মিস করছি এই ব্লগ আর ব্লগ বাসী!
আসেন শুরু করি আমার রোজ নামচা, শুরু করুম ১৪/০৮/২০০৭ থিকা। তাই আগের পোষ্ট খানা পইড়া লইয়েন। মাইয়া মানুষ গো আগেই কইতাছি ভালগার কথাবার্তায় ভরপুর আমার দৈনন্দিন কর্মকান্ড!
মঙ্গলবার অফিস গেলো আমার দুইটা ছবি দেইখা ট্রান্সফরমার আর ফ্যান্টাস্টিক ফোর: সিলভার সার্ফার।
লেকিন সমস্যা এক খান চক্ষু আমার আটকাইয়া যায় কিছু কিছু জায়গায়, আহ কি মনোরম দৃশ্য!আফিসে বিকালের দিকে Kutless আর Jars of clay এর গান নামাইলাম। গান নামানোর সময় বসে দিলো ডাক, জিগাইলো, "দুইদিনের ছুটির আবেদন দিছো কেন?"
-বস, আমার খালতোর বিয়া, না গেলেই না, আমাগো খাতনাও একসাথে হইছে। আমি ওর বিয়ায় যামু না এইটা চিন্তাও করতে পারতাছি না!
-তা তুমার সানাই কবে বাজাইবা!
-বস সিলেশনের লিগা ইলেকশন করতে হইবো, মাগার প্রার্থীরা সব এক লগে হইলে দাঙ্গা পুলিশও সামাল দিবার পারবো না!
বস আমার ডায়লগ শুইনা দুইখান কাশ আর দুইটা মাউসে ক্লিক কইরা কইলো," তুমার কপালে শনি না, সাড়ে শনির আবির্ভাব ঘটবো!"
এদিকে ডেস্কে আইসা মেইল চেক কইরা দেখি ছুরি এ্যপ্রুভড। মন আমার পুরা পাংখা!
বিকাল ৬:৩০ ঘটিকায় গমন করলাম রিদমে (জীমে), এই একটা জায়গা আছে, যেইখানে আসিলে আমি নিজেরে মুক্ত পাখি মনে করি। শুরু করলাম ব্যায়াম আর দেখিতে শুরু করলাম ব্যায়াম।
যৌবনে কত ব্যায়াম দেখিলাম!
একজন শুইয়া ছাদের পলিস্তরার ফাটল গুনিতেছিলো মনে হইলো। জিগাইলাম,"কি করেন?"
-শবাসন
-এইটার মাজেজা
-রিল্যাক্স করা যায়।
আমি চিন্তিত হইয়া গেলাম, জীমে আহে মানুষ ঘাম ঝরাইতে মাগার হেয় আহে ঝিমাইতে।
ভালাই। জীমের থিকা ৮:১৫তে বাইর হইয়া ১৫ মিনিট ঘাড়ের ব্যায়াম কইরা উঠিলাম গাড়ীতে।
অফিস থিকা নয়া এমপিথ্রী প্লেয়ার দিছে, কানে ফুল সাউন্ড দিয়া বইসাই চক্ষু বন্ধ, এমুন সময় দিলো কে জানি খুচা! আমি আতকা চাইয়া দেখি একটা সুন্দরী খুচাটা দিছে, আমি ঐ সুন্দরীর খুচা খাইয়া টাস্কি, কি জানি কইলো হুনার লিগা এমপিথ্রি প্লেয়ার কান থিকা নামাইয়া শুনলাম, আমি নাকি ভুলে উনার ভ্যানিটি ব্যাগের উপর বইসা পড়ছি। মাগার উনার এমুন ভাব যে ভ্যানিটি ব্যাগ খান শহীদ হইয়া গেছে গা। কি করুম আমার সামনের পাটির দাতখান বাইরা কইরা কইলাম,"ছরি!" আর মনে মনে কপচাইলাম!
ছরি
লম্বা লম্বা দাড়ি
কুটি কুটি মোছ
তুমি আমার দোস্ত!
৯:৩০টায় বাড়িত পৌছাইলাম। পৌছাইয়াই বাপে কইলো, "দুপুরে টেলিফোন এ্যান্গেজ ছিলো কেন?"
- যে দুইটা সাইটের এজ ডাউন হইছিলো, তাই সাপোর্ট দিছি।
-তার জন্য ২ ঘন্টা!
-না মানে সমস্যা ক্রিটিক্যাল আছিলো।
যদিও হেইদিন কোনো এজের সমস্যা কোথাও আছিলো না!
তারপর আইলো আমার বোইন-বাড়ির রুলিং পার্টি। আর আমি একলা হইতাছি বাসার সংখ্যালঘু বিরোধি দল। জিগাইলো আমার ডিজুস সিম কো?
-(আমি কেলায়িত বদনে কহিলাম) ভুইলা গেছ.
-যাও আইজ তুমার খাওন বন্ধ!
আমি পড়লাম সমস্যায়, পেটের মধ্যে বান্দর গুলান বুক-ডন মার্তাছে, এদিকে কয় খাওন বন্ধ!
অনেক বুঝ বাঝ দিয়া কইলাম, দিনের লিগা রহম করতে, উই কইলো, "যাও স্পিকারের (আম্মাজান) বিশেষ অনুমতিতে তুমার আইজকার রেশন পাশ হইলো। "
-শুকরিয়া, সব আল্লার ইচ্ছা।
খাইয়া দাইয়া লুড় দিলাম এলাকার ক্লাবে।
যাইয়াদেখি সব ঝিমাইতাছে আমি ঝিমাইলাম আর কি আড্ডা বাজী মারলাম। শুনলাম বোতু নাকি কবিররে নাকি খালি মিসকল দেয়, আর কবির নিয়মিত যমুনার বাড়ীতে ঘড়ির টাইম দেইখা ডিউটি দেয়!
বাসায় একটু তাড়াতাড়ী আসলাম আনুমানিক ১১:৫০ এর দিকে। আইসাই বোলগে খোচাখুচি! ঘুমাইলাম ৩:০০টায় তিনটা মিউজিক ভিডিও নামাইয়া।
1)Venessa Carlton- A thousand miles
2)Milk Inc.- Sunrise
আর নামাইলাম তাও এজ মোডেম দিয়া! মোট ৮৮ এম বি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।