সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
এর আগে টোটো কোম্পানি নিয়ে একটা পোস্ট দিছিলাম। আসলে শব্দটা ছিল টোটো কোম্পানির ম্যানেজার। আরেকটা কোম্পানি আমাদের দেশে ব্যাপাকভাবে পরিচিত এর নাম অক্ষয় কোম্পানি। এই কোম্পানিটি ভীষণ জনপ্রিয়।
কারণ বাংলাদেশের গরীব মানুষ অক্ষয় কোম্পানির জিনিশপত্র কিনতে ভালোবাসে। অক্ষয় কোম্পানির তৈরি জিনিশপত্র খুব টেকসই ও কম দামের হয়। ফলে, অনেকদিন ব্যবহার করলেও ফুরানোর বা নষ্ট হবার সম্ভাবনা থাকে না। কিন্তু এই কোম্পানির জিনিশে ফ্যাশন রক্ষা হয় না। তাই রাজার থেকে ধীরে ধীরে অক্ষয় কোম্পানির জিনিশপত্র হারিয়ে যেতে বসেছে।
আগে বাটা কোম্পানি স্যান্ডেলও খুব টেকসই হতো। ফলে বাটার স্যান্ডেলকে অক্ষয় কোম্পানির স্যান্ডেল বলা হতো।
বলাবাহুল্য অক্ষয় কোম্পানি কোনো একক কোম্পানি নয়। যে কোনো কোম্পানির দ্রব্যই অক্ষয় লেবেল পেতে পারে। এখন অক্ষয় কোম্পানির লেবেল অলা জিনিশপত্র পাওয়া ভার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।