বঙ্গবন্ধুর খুনীদের ৫ জনকে ফাসিতে হত্যার রায় বহাল আছে। রাস্ট্রপতি তাদের ক্ষমা করেন নি। কারার কথাও নয়, কারন তিনিতো প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া ক্ষমা করতে পারেন না।
খুনীরা গত ৩৫ বছর ধরে পালিয়ে বেরিয়েছেন, জেল খেটেছেন। নিজের জীবন, পারিবারিক শান্তি সব শেষ হয়েছে অনেক আগেই।
শাস্তি ইতিমধ্যে পেয়েই গেছে সবাই।
বঙ্গবন্ধুকে এদেশের মানুষ চিরজীবন মনে রাখবে। কিন্তু হাসিনাকে কি মনে রাখবে? মনে হয় না। কারণ দেশের জন্য তার কোন উল্লেখযোগ্য অবদানই নেই। দ্বিতীয়বারের মত ক্ষমতায় এসেও জাতিকে কিছুই দিতে পারছেন না।
এটা তার ব্যক্তিগত ব্যর্থতা।
এখন বঙ্গবন্ধুর খুনীদের যদি তিনি ক্ষমা করে দেন তাহলে মানবতার এক উজ্জ্ল দৃষ্টান্ত স্থাপন হবে বিশ্বব্যাপী। শাস্তি যা পাওয়ার তা তো তারা পেয়েই গেছে।
এতে আওয়ামী লীগের সাথে অন্যান্য প্রধান দলগুলির মতপার্থক্য অনেকটাই কমে আসবে। দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে না।
শেখ হাসিনা চিরজীবী হবেন।
সবার আগে দেশ বড়। শাস্তি কার্যকর হলে দেশের জন্য কোন সুখকর পরিস্থিতির কথা চিন্তা করতে পারছি না। শেখ হাসিনা চিরজীবী হউক, শেখ হাসিনা তাঁর রাজনৈতিক প্রজ্ঞার সফল প্রয়োগ ঘটাবেন, এটাই প্রত্যাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।