আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের কাছে নতজানু ( ভুল করে নকল করা রাগাবিতা)

পরিবর্তনের জন্য লেখালেখি

ভুলের রাজ্যে ভুল করে থাকে কেউ ভুলের নদীতে ভুল ভেবে গোণা ঢেউ ভুল হয়ে গেলে ভুলেই না হয় যেতে ভুল বোঝাবুঝি ভুলের পরে কি পেতে? ভুলের চিবুকে খোলা চোখে রাত ঝুঁকে খাতার পাতায় ভুল বন্ধুরা বুকে ভুলের খামে ভুল চিঠি থাকে লেখা সমুদ্র, ভুলে কাছে না দেখার দেখা ভুলের বাতাসে আজন্ম ওড়ে চুল চোখের কোনায় ধুল মতো জমে ভুল কাঁপে দরজায় হিসেবী ভুলের খিড়কি গান, রাত, দেহ , কষ্ট - ভুলের নীড় কি! গোটা কয় সিঁড়ি, ভুল কাহিনীর ছন্দ ভুলের ভুরুতে কালো টিপ থাকে বন্ধ ভুল মেয়েটাও মেঘ ভুলে দেয় ফাঁকি হাত, পাখি, নদী , স্বপ্নের টুকিটাকি ভুলের ভেতরে ভুল করে শত শত ক্রমাগত পাই ভুলে ভরা ভুল ক্ষত ভিখারীর বেশে তবু ভুলে ভুলে থাকা আনা , পাই ভুলে - দাও যদি পুরো টাকা! ( এই ১০০% অরিজিনাল ফেক চবিতা মানে চুরি করা কবিতা যদি ভালো লেগেই যায় , সাধু বাদটা সাধুকেই দেবেন, চোরকে নয় ) কৃতজ্ঞতা ঃ হোসেইন জাহেদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।