আমাদের কথা খুঁজে নিন

   

জীবন বড়-ছোট ভুলের পর ভুলের ভেতর দিয়ে অজান্তে মানুষকে মৃত্যুর জন্য তৈরি করতে থাকে ...

মানুষের ভুল করার প্রবণতা আছে। কেউ কম আবার কেউবা ভুলের পর ভুল। একদিন ভুলে ডুবে থাকা ব্যক্তিটিও বুঝতে পারে তার জীবনে কুয়াশা লেগে আছে। তখন সেই আড়মোড়া হয়ে জেগে উঠে। তার জীবন সুন্দর হবে, সুখী হবে।

স্বপ্ন দেখবে স্বপ্ন সাজাবে।

মানুষ কোন কিছু শিখার আগে শিখে নেয় ভুল করাটা। পৃথিবীতে প্রতিটা মানুষ যত না কাজ করে তার অধিক ভুল আর ভুল কিছুই। জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু অবধি মানুষ নিরন্তর ভুল করতে থাকে। এই নিরন্তর ভুল করতে করতে মানুষ শিখে নেয় নতুন কিছু।

শিখে নেয় কোনটা উচিত, কোন কাজটি অনুচিত। ভুল থেকে মানুষ পায় জীবনের সার্থকতার চাবিকাঠি।

ভুলই একজন মানুষকে জীবনের জন্য কোনটি প্রয়োজন বা অপ্রয়োজন শিখিয়ে দেয়। “এই পৃথিবী এত সুন্দর কেন?” এই প্রশ্নটি আমি প্রায় বিশ জনের অধিক বন্ধুর কাছে প্রশ্ন করলাম। যার অধিকাংশের মতামত ছিল “ভুলের জন্য”।

“ভুল থেকে কিভাবে সুন্দর কিছু পাওয়া যায়?” এই প্রশ্নটি নিয়ে অনেক ভেবেছি।

প্রথম মানব আদমের উপর অধ্যাসিত ছিল গুন্দুম গাছের ফল ভক্ষণ না করার। কিন্তু প্ররোচনায় পড়ে যায় আদম। এই ভুল থেকে জগতবাসীর নিকট পরিষ্কার হয়। জীবন সুন্দর করতে হলে প্ররোচনা বা লোভে পড়া যাবেনা।

সুন্দর কিছু করার মূলে ছিল ভুল। ভুল থেকে সুন্দরের সৃষ্টি।

একজন মানুষ পৃথিবীতে যত ভুল করে তার সিকি ভাগও সুন্দর কিছু করেনা। তবুও কেন মানুষ তার সুন্দর সৃষ্টির জন্য অমর হয়? তবুও কেন আমরা তাকে সুন্দরের পিতা বলি? এতসব কিছু মানুষের কম জানা নাই। ভুল থেকে মানুষ সুন্দর কিছু করতে শিখে।



ভুল আর অপরাধ কি? প্রতিটা ভুলই প্রাথমিক পর্যায়ে অপরাধ তবে প্রতিটা অপরাধ ভুল নয়। অপরাধ আর ভুলকে প্রাথমিক পর্যায়ে এক মনে করা হলেও উভয়ের ভিন্নতা আছে। দেখা যাক অপরাধ আর ভুল কাজ কি। একটি অনুচিত কাজ করার পর যখন কাজটির জন্য অনুশোচনা জাগে না, যখন অনুচিত কাজটি করার পরও অস্বীকার করে, সেটি অপরাধ।

কিন্তু ভুল, কাজটির জন্য অপরাধ বোধ জাগ্রত হওয়া, বিবেকের কাছে কাজটির জন্য দংশিত হওয়া।

কাজটি যে অনুচিত ছিল তা অপকটে স্বীকার করে নেওয়া। ভুলের জন্য দয়াময়ও ক্ষমা করে দেয়। দেশীয় বিচারের জন্য মনুষ্য রচিত আইনেও ভুলের জন্য শাস্তির লঘুতার কথা বলা আছে।

মানুষ ভুল থেকে শিখে নেয়। শিক্ষা নেয় জীবন চালানোর মন্ত্র।

জীবনে আমি যত ভুল করেছি (আমার মতে) বা অপরাধ করেছি। তা কখনো ক্ষমার যোগ্য নয়। তাইতো আজ বিবেকের কাছে দংশিত হয়েও আশ্রয়হীন। তাইতো ফাগুনের মাতাল হাওয়া আমার মনে দোলা দিতে পারেনা।

বসন্তের আগমনেও শীতের রিক্ততা কাটে না।

আড়মোড়া দিয়ে জেগে উঠে না আমার ভেতর। তাই অস্পষ্ট নিরন্তর পথে আমার যাত্রা। জীবন বড়-ছোট ভুলের পর ভুলের ভেতর দিয়ে অজান্তে মানুষকে মৃত্যুর জন্য তৈরি করতে থাকে। তাই আমরা মৃত্যুকে সহজে গ্রহণ করতে পারি। ০৮.০২.২০১৪ সকাল ১০.০৮



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.