আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের মাশুল



বিষাদ ভরা মন আমার ভেবেই না পায় কূল , বেঁচে থাকার অতীত আজ হয়েছে সব ভূল । গুড়িয়ে গেছে আজ আমার গড়ে তোলা তাজমহল , শ্বেত পাথরে আঘাত হেনে ভেঙ্গে দিয়েছে সব বল । ভালবাসার আলোর মিছিলে দিয়েছে ব্যাথার দান , দ্বীপজলা জীবনে আমার ডেকেছে অবসান । আষাঢ়ের মেঘ জমেছে সেথায় জরতা করেছে ভর , ঝরের সাথে বাতাস এসে করেছে আমায় পর । পলক হীন দৃষ্টি আমার পথ খুজে না পায় , ক্ষত হ্নদয়ে তার মাঝেও তোমার দেখা চায় । =-=-=-=-=-=-=-=-=


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।