আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের সাথে

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

ভুলের সাথে একশটা রাত কাটিয়ে ছিলাম জেগে একটা দুপুর করল শাসন, একটা বিকেল- মুখচোরা মন ভাবতে ভাবতে হঠাৎ কেমন উঠল ভীষণ রেগে ভুলগুলো সব লতার মত জড়িয়ে থাকে পায়ে ফুলের বনে উড়তে উড়তে, চন্দ্রাগুনে পুড়তে পুড়তে মুর্চ্ছা যেতে একটুও ভুল হয় না ফুলের ঘায়ে চোরকাঁটা পায়ে জড়িয়ে গেলে বাছতে দিশেহারা কষ্ট ঝরে তারায় তারায়, "আকাশ বেয়ে চাঁদ নেমে আয়" ডাকছি তবু বামন হয়েও- আহা দিচ্ছে সে আস্কারা একশটা রাত ভুলের সাথে তন্দ্রাকাতর জাগি পূবের বাতাস আলগোছে বয়, "পাগলামি রাখ"- ডাকছে সময় সকাল দুপুর বলল হেসে, "সবটা নিটোল ফাঁকি" তবু ভুলের সাথে একটা জীবন কাটিয়ে দিলাম বাকী


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।