আমাদের কথা খুঁজে নিন

   

ভুলের মাশুল

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

আজ চলে যাচ্ছি তোমাকে ছেড়ে। সব কিছু পিছনে ফেলে। কোন বন্ধন, হ্রদ্যতা আজ আমাকে বেধে রাখতে পারেবে না। দুনিয়ার কোন অশুভ শক্তি আমাকে ধরে রাখতে পারবে না। জানি তুমি বার বার আমাকে মনে করবে আমি চলে গেলে কিন্তু এখন সেটা তুমি বুঝবে না।

আরো পরে যখন তোমার কাছে কেউ থাকবে না, যখন তিলে তিলে কষ্ট করবে নিজের ভুল শোধরানোর জন্য তখন আমাকে তুমি মনে করবে একবারের জন্য হলেও। ভালই তো ছিলাম আমি। কেন তুমি আমার জীবনে আসলে আমার সেই মধুর সময় গুলোতে। যখন আমার জীবনটাকে ঘুছাতে চেয়েছিলাম সুন্দর করে কোন রকম অসুবিধা ছাড়াই। সেই সময় গুলোকে খুব মিস করি এখন।

আর মিস করি কিছু ভাল লোকজনের যাদের সাথে সেই সময় খারাপ ব্যবহার করেছিলাম। কষ্ট লাগে এখন তাদের কথা চিন্তা করলেই। অনেক ছোট হয়ে গিয়েছি এখন তাদের কাছে। প[রিবারিক কোন অনুষ্ঠানে তারা আসলে চেষ্টা করি দূরে থাকতে। আসলে এখন সবার কাছ থেকে দূরে থাকতে চেষ্টা করি।

শুধু তোমার কারণে আমি আমার পরিবারের সবাইকে ভুল বুঝেছিলাম। আজ সেটা বুঝতে পারছি। শত অনুতপ্ত আজ আমি। কিন্তু আমার যে কিছুই করার নেই। জীবনটাকে সাজাতে গিয়ে এখন এলোমেলো হয়ে গেল সবকিছু।

পথহারা নাবিকের মত এখন আমি রাস্তা খুজে বেড়াচ্ছি। এক ঘেয়েমী এখন আমার জীবন। টাকা পয়সার অভাব নাই আমার এখন। অথচ এক সময় তুমি আমাকে হেয় করে কত কথাই না বলতে। আমার উপর ভরশা তোমার উঠে গিয়েছিল।

আমি তোমাকে শান্ত হতে বললে তুমি রাগ করতে আর মন খারাপ করে বসে থাকতে। তোমাকে বুজিয়েও পারি নি ভুল ভাঙ্গাতে। তোমার পরিবার আমাকে পছন্দ করেনি প্রথমে। আমি জানতাম কেন তারা চায় না আমাকে। তারপর ও মানিয়ে নিয়েছিলাম সব কিছু।

মাঝে মাঝে তারা আমার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতো যা আমাকে রাগিয়ে দিত। তোমাকে আমি সেটা বলতেও পারতাম না। শুধু তোমার সুখের জন্য সব কিছু ঠিক করে নিতাম। তোমাকে এটা বলতে পারি নি কখন ও যে আমার পরিবার তোমাকে পছন্দ করেনি। তারা তোমাকে দেখেই চোখ ফিরিয়ে নিয়েছিল।

তারপর ও তোমার উপর আমি আস্থা রেখেছিলাম। আমার পরিবারকে অনেক কষ্টে রাজি করিয়েছিলাম। তোমার কারণে ছাত্র অবস্থায় ঠিক মত পড়াশুনাও করতে পারতাম না। তোমাকে পড়ার সুযোগ দিতাম কিন্তু আমি না পড়ে তোমার পানে চেয়ে থাকতাম। হায়!! কি বোকা ছিলাম আমি।

এখন বুঝি, কি ভুল করেছিলাম আমি তখন। এখন যখন সকাল হলেই বের হই হাঁটতে তখন খুব ভাল লাগে শিশির ভেজা বাতাস। মনে চায় সব বাতাস এক করে আমার নিজের কাছে রেখে দেই। কিন্তু সেটা তো সম্ভব না। আকাশের যে বিশাল শুন্যতা তেমনি আমার মাঝে আজ তেমনি শুন্যতা।

যখন আকাশ কেদে ঊঠে তখন আমি ও সমান তালে কেদে উঠি। জোরে জোড়ে শব্দ করে কাঁদি। জানি কেউ শুনবে না আমার কান্না। বাইরে যে বৃষ্টি পড়ছে। জানো, অনেক দিন পর আজ পুরনো একটা এলবাম পেয়ে খুলে দেখি তোমার ছবি।

কেমন যেন রাগ লাগল খুব। নিজেকে ধরে রাখতে পারি নি সেই সময়। এক টানে এলবাম থেকে বের করে নিলাম তোমার হাসি মাখা ছবিটা। চুলার সামনে নিয়ে আগুন ধরিয়ে দিলাম। খুব ভাল লাগছিল তোমাকে এভাবে পুড়িয়ে নিঃশেষ করে দিতে।

তাই আজকে আমি অনেক খুশি। তুমি অবাক হবে এসব কথা শুনে। কিন্তু এটাই যে বাস্তব। তোমার কারণে আজ আমি সবার থেকে অনেক দূরে। ঠিক করেছি চলে যাব কোন নির্জন যায়গায় যেখানে থাকবো শুধু আমি।

আর থাকবে কিছু ব্যথা ভরা কথা, স্ম্রৃতি যা বয়ে বেড়াতে হবে অনন্তকার অবধি। ভেব না যে তোমাকে মনে করে সারাজীবন কাটাবো!! এতা মনে করলে ভুল করবে। তোমাকে হাড়িয়েছে এতে আমার দুঃখ হয় না। আমার দুঃখ হয় এই কারণে কেন আমি তখন এত সময় নষ্ট করেছিলাম???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।